Categories: Business

আদালতে হাজিরা, বিজয় মালিয়াকে অব্যাহতি দিল সুপ্রিম কোর্ট

Published by
News Desk

সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া ব্যাঙ্ক কর্তাদের দাবি ছিল শিল্পপতি বিজয় মালিয়াকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিক সুপ্রিম কোর্ট। তা না হলে যে কোনও সময় তিনি দেশ ছেড়ে পালাতে পারেন। কিন্তু সেই আর্জিতে এদিন শিলমোহর দিল না শীর্ষ আদালত। আদালতে অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি বলেন, বিজয় মালিয়ার ট্যুইটার বলছে তিনি এখন লন্ডনে রয়েছেন। আদালত নির্দেশ দিলে তিনি আদালতে হাজিরা দিতে ভারতে ফিরে আসতে বাধ্য।

যদিও রোহতগির সওয়ালে গুরুত্ব না দিয়ে মালিয়াকে একটি নোটিস পাঠিয়েছে আদালত। সেখানে তাঁকে তাঁর যাবতীয় সম্পত্তির হিসাব আদালতের সামনে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। নোটিসের উত্তর দেওয়ার জন্য মালিয়াকে ৩০ মার্চ পর্যন্ত সময় দিয়েছে আদালত। বিজয় মালিয়ার কিংফিশার এয়ারলাইন্স মুখ থুবড়ে পড়ার পর সেই সংস্থাকে সামনে রেখে নেওয়া ঋণের টাকা ফেরত চাইছে ব্যাঙ্কগুলি। যে হিসাব তারা আদালতে পেশ করেছে তাতে কিংফিশার এয়ারলাইন্সের জন্য ব্যাঙ্ক থেকে ৯ হাজার কোটি টাকা ঋণ নিয়েছিলেন মালিয়া। আপাতত সেই টাকা ফেরত চাইছে ব্যাঙ্কগুলি।

 

Share
Published by
News Desk
Tags: Vijay Mallya

Recent Posts