Categories: National

মালিয়ার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি

Published by
News Desk

ক্রমশ সমস্যা চেপে ধরছে শিল্পপতি বিজয় মালিয়াকে। এদিন পৃথক একটি মামলায় হায়দরাবাদ হাইকোর্ট তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

জিএমআর হায়দরাবাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেডকে দেওয়া একটি ৫০ লক্ষ টাকার চেক নিয়ে জটিলতার জেরে মালিয়াকে সশরীরে আদালতে হাজিরার নির্দেশ দেয়  হায়দরাবাদ হাইকোর্ট। কিন্তু সেই নির্দেশ অমান্য করায় এদিন তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। এমনিতেই বিভিন্ন ব্যাঙ্ক থেকে নেওয়া ৯ হাজার কোটি টাকার ঋণখেলাপি মামলায় তাঁকে নিয়ে নিয়ে বিকর্ত তরমে উঠেছে। মালিয়া দেশ ছেড়ে পালিয়েছেন বলেও অভিযোগ উঠেছে। যদিও তিনি পালান নি, বরং ব্যবসার কাজে বিদেশে গেছেন বলে ট্যুইট করে দাবি করেছেন তিনি।

Share
Published by
News Desk
Tags: Vijay Mallya

Recent Posts