Categories: National

ট্যুইটারে সমালোচনার পাল্টা জবাব

Published by
News Desk

তিনি একজন আন্তর্জাতিক ব্যবসায়ী। ব্যবসার প্রয়োজনে তাঁকে প্রায়শই দেশের বাইরে যেতে হয়। তিনি পালিয়ে যাননি। গা ঢাকাও দেননি। এদিন এভাবেই তাঁকে ঘিরে শেষ দুদিন ধরে চলা যাবতীয় সমালোচনার ট্যুইট করে জবাব দিলেন শিল্পপতি বিজয় মালিয়া। গত দুদিন ধরে বিজয় মালিয়ার দেশছাড়া নিয়ে তাঁর বিরুদ্ধেই খবর করছে মিডিয়া। তাতেই চটেছেন মালিয়া। ট্যুইটারে এদিন মিডিয়াকে একহাত নিয়েছেন তিনি।

তাঁর দাবি, ভারতের প্রায় সব মিডিয়াই তাঁর কাছে কমবেশি উপকৃত। দেশের একজন সাংসদ হিসাবে তাঁর দেশের আইন ব্যবস্থার ওপর পূর্ণ আস্থা আছে। তিনি বিচার ব্যবস্থার কাছে সব উত্তর দিতে রাজি। কিন্তু মিডিয়াকে কোনও উত্তর তিনি দেবেন না বলে এদিন জানিয়েছেন দেশের এই লিকার ব্যারন। এদিকে এদিন মালিয়া ইস্যুতে ফের উত্তাল হয়ে ওঠে সংসদ।

Share
Published by
News Desk