World

নিজেকে নির্দোষ প্রমাণের নথি আছে, দাবি বিজয় মালিয়ার

Published by
News Desk

আত্মপক্ষ সমর্থনে তাঁর হাতে যথেষ্ট তথ্য আছে। তিনি যে নির্দোষ তা প্রমাণ করার মত তথ্য তাঁর রয়েছে। ভারতে প্রত্যর্পণ মামলায় এদিন ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে প্রবেশের আগে এমনই দাবি করলেন ভারত ছেড়ে লন্ডনে চম্পট দেওয়া শিল্পপতি বিজয় মালিয়া।

ভারতের ১৭টি ব্যাঙ্ক থেকে প্রায় ৯ হাজার কোটি টাকা ঋণখেলাপির অভিযোগ রয়েছে তাঁর ওপর। গত বছর এই অভিযোগ সামনে আসতেই ভারত ছেড়ে পালিয়ে যান এই লিকার ব্যারন। তারপর থেকে বহাল তবিয়তেই লন্ডনে বসবাস করছেন তিনি।

পার্টি থেকে খেলার মাঠ সর্বত্রই তাঁকে দেখা যাচ্ছে। কিন্তু ভারতের পক্ষে তাঁকে দেশে ফেরানো সম্ভব হচ্ছে না। কারণ ব্রিটেন তাঁকে না ফেরালে ভারত বিজয় মালিয়াকে ভারতে নিয়ে আসতে পারবে না। তাঁকে ফেরত পাঠানোর ভারতের আবেদন খতিয়ে দেখতে বিচার চলছে বিজয় মালিয়ার। আর সেই মামলাতেই এদিন তাঁকে ৪ ডিসেম্বর পর্যন্ত লন্ডনে থাকার ছাড়পত্র কার্যত দিয়ে দিল আদালত। এদিন তাঁর জামিনের আবেদন মঞ্জুর হয়েছে। ৪ ডিসেম্বর পর্যন্ত জামিন গ্রাহ্য করেছে আদালত।

Share
Published by
News Desk
Tags: Vijay Mallya

Recent Posts