World

স্কটল্যান্ড ইয়ার্ডের হাতে গ্রেফতার বিজয় মালিয়া, পরে জামিন

Published by
News Desk

লন্ডনে স্কটল্যান্ড ইয়ার্ডের হাতে গ্রেফতার হলেন ঋণখেলাপিতে অভিযুক্ত ভারতীয় শিল্পপতি বিজয় মালিয়া। ৬১ বছরের এই লিকার ব্যারনকে কয়েক ঘণ্টার মধ্যে জামিনে মুক্তিও দেওয়া হয়। স্কটল্যান্ড ইয়ার্ডের তরফে জানানো হয়েছে, ভারতীয় আধিকারিকদের অনুরোধেই বিজয় মালিয়াকে গ্রেফতার করে তারা। এদিন সকালে লন্ডনের মেট্রোপলিটন আদালতে প্রত্যর্পণ মামলায় হাজিরা দিতে পৌঁছন বিজয় মালিয়া। তখনই তাঁকে গ্রেফতার করা হয়। কয়েক ঘণ্টা পর জামিনে মুক্তি দেওয়া হয়। ভারতের ১৭টি ব্যাঙ্ক থেকে মোট প্রায় ৯ হাজার কোটি টাকার ঋণখেলাপির অভিযোগ রয়েছে বিজয় মালিয়ার বিরুদ্ধে। গত বছর মার্চে গ্রেফতার হওয়ার গন্ধ পেয়ে রাতারাতি দেশ ছেড়ে লন্ডনে চম্পট দেন ‘কিং অফ গুড টাইমস’। এরপর তাঁকে বারবার ইডির তরফে সমন পাঠানো হলেও ভারত মুখো হননি তিনি। যদিও লন্ডনে তিনি যে খোশমেজাজেই জীবন কাটাচ্ছেন তা জানতে পারে ভারত। এদিন জামিনে মুক্তি পাওয়ার পর ভারতীয় মিডিয়াকে একহাত নিয়েছেন বিজয় মালিয়া। ট্যুইটে তাঁর দাবি, ভারতীয় মিডিয়া তাঁর বিষয়টিকে ফুলিয়ে ফাঁপিয়ে পেশ করছে।

Share
Published by
News Desk
Tags: Vijay Mallya

Recent Posts