Business

আমি ফুটবল, ২ দল কংগ্রেস-বিজেপি, মাঠ সংবাদমাধ্যম, আর মাঠে রেফারি নেই : মালিয়া

Published by
News Desk

কংগ্রেস প্রশ্ন তুলেছে এত টাকার ঋণখেলাপি করে কীভাবে দেশ ছেড়ে চম্পট দিতে পারলেন লিকার ব্যারন বিজয় মালিয়া? প্রশ্নের নিশানায় কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। অন্যদিকে বিজেপি বলছে, বিজয় মালিয়া কিংফিশার এয়ারলাইন্সকে বিশাল অঙ্কের ঋণ পাইয়ে দেওয়ায় হাত ছিল ইউপিএ আমলের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও অর্থমন্ত্রী পি চিদম্বরমের। বিজয় মালিয়াকে নিয়ে দুই দলের এই লড়াই নিয়ে এবার মুখ খুললেন বিজয় মালিয়া স্বয়ং। ব্রিটেনে বসে মালিয়া জানিয়েছেন, তিনি এখন ফুটবল হয়ে গেছেন। আর তাঁকে নিয়ে খেলা করছে কংগ্রেস ও বিজেপি। খেলা হচ্ছে সংবাদমাধ্যম নামে একটা মাঠে। আর মাঠে কোনও রেফারি নেই! তাঁকে দেশে ফেরাতে উদ্যোগী সিবিআইকেও একহাত নিয়েছেন মালিয়া। ব্যবসা বা অর্থনীতি সম্বন্ধে সিবিআইয়ের জ্ঞান নিয়ে কটাক্ষ করেছেন এই লিকার ব্যারন।

 

Share
Published by
News Desk

Recent Posts