Categories: National

মালিয়ার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

Published by
News Desk

শিল্পপতি বিজয় মালিয়ার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল মুম্বইয়ের একটি আদালত। আইডিবিআই ব্যাঙ্কের কাছ নেওয়া ৯০০ কোটি টাকা ঋণের মামলাকে কেন্দ্র করে এই নির্দেশ জারি করেছে আদালত। গত শুক্রবার ইডি আদালতের দ্বারস্থ হয়। ইডির তরফে জানান হয়, আইডিবিআই ব্যাঙ্কের থেকে নেওয়া ঋণ শোধ না করায় বিষয়টি তারা তদন্ত করে দেখতে শুরু করে। তদন্তের স্বার্থে বিজয় মালিয়াকে ৩ টি সমন পাঠায় ইডি। কিন্তু একটিতেও সাড়া না দিয়ে কেবল আরও সময় চেয়ে যান দেশ থেকে দূরে থাকা এই শিল্পপতি। তাঁকে সামনে আনতে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারির জন্য আদালতে আর্জি জানায় ইডি।

Share
Published by
News Desk