ফাইল : বিনীত কুমার, ছবি - আইএএনএস
এখন ডামির ব্যবহার কমছে। অভিনেতা-অভিনেত্রীরা নিজেদের শট নিজেরাই দেওয়ার চেষ্টা করছেন। ফলে ঝুঁকিও নিতে হচ্ছে। তবু সিনেমার স্বার্থে, ক্যামেরায় বিষয়টিকে আরও পরিস্কারভাবে ফুটিয়ে তুলতে তাঁরা চেষ্টা চালাচ্ছেন। এমনই একটি সিনেমার শ্যুটিং হচ্ছিল আরব সাগরের জলে। সে সময় জলের তলায় শ্যুটিং করতে গিয়ে একটু বেশিই তলায় চলে গিয়েছিলেন অভিনেতা বিনীত কুমার। ঠিক সেই সময় তিনি অনুভব করেন তাঁর ২ পায়েই কি যেন কামড়াল।
কথায় বলে দ্যা শো মাস্ট গো অন। তাই কামড় অনুভব করেও শ্যুটিং বন্ধ করেননি তিনি। পুরো কাজটা করেন। তারপর ওপরে উঠে আসেন। সমস্যা শুরু হয় ২-১ দিন পর থেকে। বিনীত জানাচ্ছেন, তিনি পা নাড়তেই পারছিলেননা। দাঁড়াতেও পারছিলেননা। দ্রুত শুরু হয় চিকিৎসা। চিকিৎসায় অবশ্য এখন কিছুটা সুস্থ হয়ে উঠেছেন বিনীত।
চিকিৎসকের পরামর্শে প্রয়োজনীয় যা যা করণীয় করছেন তিনি। তবে ঠিক কী কামড়েছিল তা এখনও পরিস্কার নয়। জলের তলায় যখন তখন হয় মাছ, নয়তো জলের কোনও প্রাণি। তবে সে কামড় যে বিষাক্ত ছিল তা পরিস্কার। ‘ষাণ্ড কি আঁখ’ সিনেমায় দেখা গিয়েছিল বিনীত কুমারকে। এখন তিনি একটি দক্ষিণী সিনেমার হিন্দি রিমেক নিয়ে ব্যস্ত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা