World

ভিয়েতনামে আছড়ে পড়ল ডামরে, মৃত ১৯

Published by
News Desk

মধ্য ও দক্ষিণ ভিয়েতনামের উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়ল টাইফুন ‘ডামরে’। দানাংগ শহর থেকে ৫০০ কিলোমিটার দূরে নাথাং অঞ্চলে প্রথম স্থলভূমিতে আছড়ে পড়ে এই ঝড়। ঝড়ে মৃত্যু হয়েছে ১৯ জনের। ১২ জন নিখোঁজ। এখনও অব্ধি ৩৩ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় সময় ঠিক ভোর ৪টে। ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে আসা এই ঝড় তছনছ করে দেয় উপকূলীয় এলাকা। বিপুল ক্ষতি হয় গাছপালার। অজস্র গাছ উপড়ে যায়। হাজারেরও বেশি বাড়ির ছাদ উড়ে যায়। বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ সংযোগ। দক্ষিণ চিন সাগরে আটকে পড়ে ৬টি জাহাজ। জাহাজগুলিতে আটকে থাকা ৬১ জন মানুষের মধ্যে ২৫ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আগামী সপ্তাহে আপেক সম্মেলন হওয়ার কথা ছিল এই অঞ্চলে।

Share
Published by
News Desk
Tags: Vietnam

Recent Posts