World

ছেলের মন রাখতে একটি পুরনো ভ্যানকে কাঠের ট্যাঙ্ক বানালেন পিতা

সন্তানের মন রাখতে বাবা মা তো কত কিছুই করে থাকেন। এবার এক পিতা তাঁর সন্তানের আবদার রাখতে বাড়ির একটি ভ্যানকে যুদ্ধের ট্যাঙ্কের রূপ দিলেন।

Published by
News Desk

ছেলের আবদার বলে কথা। তাই অনেক পরিশ্রম বা বিপুল অর্থব্যয়, কোনও কিছুই মেনে নিতে দ্বিধা করেননি বাবা। বরং লেগে পড়েন বাড়ির পুরনো ভ্যানটাকে ট্যাঙ্কে পরিণত করার কাজে।

পুরনো ভ্যানের চাকা যেমন ছিল তেমনই রাখা হয়। ওপরে খোলসের মত করে কাঠের ট্যাঙ্ক তৈরি করা হয়। যা দেখতে হুবহু একটি ফ্রান্সের ট্যাঙ্কের মত।

ট্যাঙ্কের সামনে গোলা ছোঁড়ার বিশাল নলটিও বেরিয়ে আছে। যা দেখে রাস্তায় অনেকে ভয় পেতেই পারেন। কারও মনে হতে পারে রাস্তায় যুদ্ধের ট্যাঙ্ক কেন?

তবে ৩১ বছর বয়সী পিতা জানিয়ে দিয়েছেন তাঁর সন্তানের জন্য তৈরি এই ট্যাঙ্কের সঙ্গে যুদ্ধের বা যুদ্ধাস্ত্রের কোনও সম্পর্ক নেই। ট্যাঙ্কটি তৈরি করতে লেগেছে ৩ মাস।

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের কাছে বাক নি প্রদেশের রাস্তায় এই ট্যাঙ্ক এখন সকলের নজরকাড়া একটি জিনিসে রূপান্তরিত হয়েছে। তাঁর ৩ বছরের ছেলেকে নিয়ে ওই ট্যাঙ্কে চেপেই বেড়ান বাবা। যা তৈরি করতে তাঁর খরচ হয়েছে ১১ হাজার ডলার।

পুরোটাই কাঠের তৈরি ওই ট্যাঙ্কটি রাস্তায় বার হলে অনেকেই এখন তাকিয়ে থাকেন সেটির দিকে। এটি তৈরি করতে পুরনো ভ্যানটির গঠনগত কিছু পরিবর্তন করা হয়েছে।

এখন এটির সর্বোচ্চ গতি ২৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। রাস্তায় এই ট্যাঙ্ক দেখে এখন অনেকেই সেটিতে উঠে ছবি তোলেন। চলন্ত গাড়ি থেকেও তোলা হয় ছবি।

Share
Published by
News Desk
Tags: Vietnam

Recent Posts