World

অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে গিয়ে মৃত ৯ বৃদ্ধ

Published by
News Desk

আপনজনের মৃত্যুতে শোকস্তব্ধ ছিলেন তাঁরা। অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে যাচ্ছিলেন। অন্ত্যেষ্টিস্থলে পৌঁছনোর জন্য একটি রাস্তা পার হতে হয়। সেই রাস্তা পার হচ্ছিলেন ১২ জন বৃদ্ধ। সেই সময় দ্রুতগতিতে থাকা একটি ট্রাক তাঁদের পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়। বাকিদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে আরও ২ জনের মৃত্যু হয়। বাকি ৩ জনের চিকিৎসা চলছে।

কেন এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। আপনজনের মৃত্যুর পর তাঁর অন্ত্যেষ্টিতে যেতে গিয়ে আর ৯ জনের মৃত্যু এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। এভাবে একটি ট্রাক কীভাবে না দেখে এতজন মানুষকে পিষে দিতে পারে? প্রশ্ন উঠেছে। পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাটি ঘটেছে ভিয়েতনামের হাই দং প্রদেশে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Vietnam

Recent Posts