World

বন্ধুর পুরুষাঙ্গে চপস্টিক ঢুকিয়ে দিল অন্য বন্ধু!

Published by
News Desk

মজার ছলে প্রাণের বন্ধু পুরুষাঙ্গে ঢুকিয়ে দিয়েছে চপস্টিক। মূত্রত্যাগ করতে গিয়ে সেকথা টের পান ভিয়েতনামের ডং নাই প্রদেশের বাসিন্দা এক ব্যক্তি। এলাকাবাসী, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব তাঁকে চেনে এনভিডি নামে। গত এপ্রিল মাসেরই কথা। ঘরে বসে বন্ধুর সঙ্গে আকণ্ঠ মদ্যপান করেন বছর ৪২-এর ব্যক্তিটি। মদের নেশা কেটে গেলে বন্ধু নিজের বাড়ি ফিরে যায়। তিনিও তাঁর কাজে ব্যস্ত হয়ে পড়েন। এরমাঝেই তিনি শৌচাগারে যান টয়লেট করতে। প্রস্রাবের সময় পুরুষাঙ্গে হঠাৎ তীব্র জ্বালা ও দহন অনুভূত হয় তাঁর। যন্ত্রণায় কাতরাতে থাকেন।

তিনি বুঝতে পারেন, কিছু একটা আটকে রয়েছে তাঁর পুরুষাঙ্গের ভিতর। দেরি না করে স্থানীয় হাসপাতালে ছুটে যান তিনি। সেখানে চিকিৎসকরা ওই ব্যক্তির শারীরিক পরীক্ষা নিরীক্ষা করার পর তাজ্জব বনে যান। তাঁরা দেখেন, মাঝবয়সী ব্যক্তিটির পুরুষাঙ্গে লম্বা কাঠির মত একটা জিনিস ঢুকে বসে আছে। যা আসলে চাইনিজ খাবার খেতে ব্যবহৃত ৪ ইঞ্চি লম্বা একটি কাঠের চপস্টিক। মদ্যপ বন্ধু মজার ছলে তাঁর পুরুষাঙ্গে চপস্টিকটি ঢুকিয়ে দেয় বলে চিকিৎসকদের জানান ওই ব্যক্তি। অবশেষে চিকিৎসকদের চেষ্টায় অস্ত্রোপচার ছাড়াই চপস্টিকের গেরো থেকে মুক্ত হয় পুরুষাঙ্গ। স্বস্তি পান মধ্যবয়স্ক ব্যক্তিটি।

Share
Published by
News Desk
Tags: Vietnam

Recent Posts