Lifestyle

এখানে গিয়ে কারও মাথায় হাত দিলেই মুশকিল, রাস্তায় জোরে কথা একদম নয়

প্রতি দেশেরই একটা নিজস্ব রীতিনীতি আছে। তবে অন্য দেশ থেকে পর্যটকেরা সেখানে গেলে অনেক সময় না বুঝে ভুল করে ফেলেন।

ভারত থেকে খুব দূরে নয়। এমনকি ভারতের সঙ্গে তার গভীর যোগের কথা অজানা নয়। এ দেশে রয়েছে অপার প্রাকৃতিক সৌন্দর্য, নিজস্ব সুস্বাদু খাবার, সাংস্কৃতিক ঐতিহ্য। যার টানে বিশ্বের নানা প্রান্ত থেকে এখানে মানুষ হাজির হন।

পর্যটকেরা যদি ভিনদেশি হন তাহলে অনেকসময় যে দেশে তাঁরা গেছেন সেখানকার রীতিনীতি, পরম্পরার সঙ্গে তাঁরা পরিচিত হন না। যেমন পূর্ব এশিয়ার এই দেশে গিয়ে কারও মাথায় হাত দিলে কিন্তু মুশকিল।

কারণ সেখানকার অধিবাসীরা মনে করেন শরীরের সবচেয়ে পবিত্র অংশ হল মাথা। কেউ চাইলেও বিনা অনুমতিতে কারও মাথায় হাত দিতে পারেননা। তাই ভিয়েতনামে ঘুরতে গেলে কারও মাথায় ভুলেও হাত নয়। যা কিন্তু সে দেশের মানুষ মোটেও ভাল চোখে নেবেন না।

ভিয়েতনামের মানুষ রাস্তায় কোলাহল পছন্দ করেননা। অনেক সময় বেড়াতে গিয়ে আনন্দিত হয়েও অনেকে একটু জোরে উচ্ছ্বাস প্রকাশ করে ফেলেন। ভিয়েতনামে বেড়ানোর সময় যা না করাই শ্রেয়।

কারণ সে দেশে রাস্তাঘাটে জোরে কথা বলা, ঝগড়া করাকে মোটেও ভাল চোখে নেওয়া হয়না। তাছাড়া ভিয়েতনামে রাস্তাঘাটে সেখানকার যুদ্ধের ইতিহাস বা রাজনীতি সম্বন্ধে আলোচনা থেকে বিরত থাকা ভাল।

ভিয়েতনামের মানুষ ভিনদেশিদের মুখে এসব নিয়ে আলোচনা পছন্দ করেননা। রাস্তায় যত্রতত্র হাতে থাকা কিছু ফেলা অনুচিত। ভিয়েতনামের মানুষ প্রকৃতিকে রক্ষা করার প্রশ্নে বেশ কড়া।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *