Entertainment

ব্লাউজ পিস দিয়ে কোনও সেলাই ছাড়া মাস্ক বানিয়ে ফেললেন বিদ্যা বালান

বিদ্যার এই মাস্ক তৈরির বিদ্যা কিন্তু নেটিজেনদের মন কেড়েছে। বিদ্যা বালান এর আগেও সোশ্যাল সাইটে একটি ভিডিও প্রকাশ করে হৈচৈ ফেলেছিলেন।

Published by
News Desk

দেশে মাস্ক অপ্রতুল। সারা বিশ্বেও তাই। এই অবস্থায় প্রধানমন্ত্রী নিজেই বাড়িতে মাস্ক বানিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন। তাই তিনি একটি ব্লাউজ পিস নিয়েছেন মাস্ক তৈরি করতে। আর নিয়েছেন ২টি হেয়ার ব্যান্ড। রবার ব্যান্ডও চলতে পারে।

ইন্সটাগ্রামে একটি মাস্ক তৈরির ভিডিও শেয়ার করে এমনই জানিয়েছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। বিদ্যা জানিয়েছেন, তিনি ব্লাউজ পিস নিয়েছেন। তবে অন্যকিছুও নেওয়া যেতে পারে। যেমন পুরনো শাড়ি, স্কার্ফ, দোপাট্টা।

বিদ্যা বালানের তৈরি মাস্ক, ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম – @balanvidya

বিদ্যা তাঁর চকোলেট রঙের ব্লাউজ পিস দিয়ে কীভাবে কোনও সেলাই ছাড়াই মাস্ক বানানো যায় তার প্রশিক্ষণ দিয়েছেন। তিনি ব্লাউজ পিসটিকে ভাঁজ করে তার ২ পাশ দিয়ে গলিয়ে দিয়েছেন ২টি হেয়ার ব্যান্ড। তারপর ফের একটা ভাঁজ দিতেই ওটি একটি মাস্কের চেহারা নেয়। আর কী! এবার ২টি হেয়ার ব্যান্ডকে ২ কানে পড়তেই দারুণ একটি মাস্ক তৈরি। পুরো মাস্কটি তৈরি করতে সামান্য সময় নিয়েছেন বিদ্যা।

বিদ্যার এই মাস্ক তৈরির বিদ্যা কিন্তু নেটিজেনদের মন কেড়েছে। বিদ্যা বালান এর আগেও সোশ্যাল সাইটে একটি ভিডিও প্রকাশ করে হৈচৈ ফেলেছিলেন।

তখন মহারাষ্ট্রে সবে ছড়াতে শুরু করেছিল করোনা। তখন বিদ্যা একটি ভিডিও প্রকাশ করে করোনাকে ধন্যবাদ জানান। তিনি বলেন, জীবন যে একটা উপহার তা বুঝতে সাহায্য করেছে করোনা। পৃথিবী অনেকদিন ধরে বিশ্বের বুকে বাড়তে থাকা দূষণের প্রতিকার চাইছিল। কিন্তু কেউ কর্ণপাত করেনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Vidya Balan

Recent Posts