Entertainment

কেঁপে উঠল গলা, ধেবড়ে গেল কাজল, কেঁদে ফেললেন বিদ্যা বালান

Published by
News Desk

হিন্দি সিনেমার বেশ কিছু চেনা গান। সেসব গানের শব্দ পরিবর্তন করে সুরটা এক রেখে খালি গলায় গেয়ে চলেছেন বিদ্যা বালান। প্রতিটা শব্দ খোঁচার মত এসে বিঁধছে। ক্রমশ গলাটা ভারী হয়ে আসে। কেঁপে ওঠে গান। স্পষ্ট বোঝা যাচ্ছে অনেক কষ্টে কান্নাটা চেপে রেখেছেন তিনি। কিন্তু আর পারলেন না। কেঁদে ফেললেন। চোখ থেকে গড়িয়ে পড়া জল ধেবড়ে দিল কাজল। ধেবড়ে গেল লিপস্টিক। এমনই একটি ভিডিও প্রকাশ করে রীতিমত শোরগোল ফেলে দিয়েছেন অভিনেত্রী বিদ্যা বালান। একটা স্পষ্ট বার্তা তুলে ধরেছেন তিনি।

ভিডিওতে গান শেষে গায়ে জড়ানো চাদর ফেলে দেন বিদ্যা। হাতকাটা ব্লাউজ আর কালো শাড়িতে বলিউড অভিনেত্রী বিদ্যা দৃঢ়কণ্ঠে ভিডিও মারফত জানিয়েছেন, কারও শরীর নিয়ে ঠাট্টা কতটা ভয়ংকর। কেউ ছোটখাটো চেহারার হতে পারেন, কেউ মোটা হতে পারেন, কেউ কালো হতে পারেন, কেউ অতিরিক্ত রোগা হতে পারেন। কিন্তু তাঁর শরীরকে সামনে রেখে তাঁকে নিয়ে ঠাট্টা করা অপরাধ। অন্য কারও ঠাট্টা তাঁর আত্মবিশ্বাস সম্পূর্ণ ভেঙে দিতে পারে। বরং সকলে একে অপরের চেয়ে আলাদা বলেই তো সকলেই এ জগতে স্পেশাল। কারও শরীর নিয়ে ঠাট্টা করা যে কতটা খারাপ তা সকলকে বোঝানোর যে পথ তিনি বেছে নিলেন তা বহু মানুষের কুর্নিশ পেয়েছে।

বিদ্যা বালান, ছবি – সৌজন্যে – ইউটিউব – @user/The927bigfm

বিদ্যা আরও বলেন, তিনি যখন অভিনয় জগতে পা রাখেননি তখন তাঁকে অনেকেই মোটা বলে হাসিঠাট্টা করতেন। তাঁকেও শরীর নিয়ে ঠাট্টা সহ্য করতে হয়েছে। বলিউড অভিনেত্রী বিদ্যা বালান এখনও সিনেমায় অভিনয় চালিয়ে যাচ্ছেন। তাঁর পরবর্তী সিনেমা মিশন মঙ্গল। সিনেমায় রয়েছেন অক্ষয় কুমার, সোনাক্ষী সিনহা, তাপসী পান্নুর মত তারকারাও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Vidya Balan

Recent Posts