World

প্রয়াত নোবেলজয়ী সাহিত্যিক ভি এস নইপল

Published by
News Desk

৮৫ বছরেই থেমে গেল প্রতিবাদী নোবেলজয়ী লেখকের কলম। চলে গেলেন বিদ্যাধর সূর্যপ্রসাদ নইপল। শনিবার ইংল্যান্ডে নিজের বাড়িতে তাঁর মৃত্যু হয়। ঔপনিবেশিক সভ্যতার অন্ধকার থেকে ব্রিটেনের উচ্চবিত্তে উত্তরণের রথ থামল।

বারবার ভারতের সভ্যতা, সংস্কৃতি নিয়ে বহু বিতর্কিত মন্তব্য করে সংবাদের শিরোনামে এসেছেন ত্রিনিদাদ এন্ড টোবাগো-র মতো ছোট্ট দেশ থেকে উঠে আসা এই লেখক। যদিও তাতে তাঁর সমাজের নিম্নস্তর থেকে সর্বোচ্চ স্তরের জন্য চিন্তাভাবনার একত্রীকরণের কৃতিত্ব খাটো হয়ে যায় না। সবদিকে সমান দৃষ্টি রেখে নির্ভীক লেখনীর জন্যই ২০০১ সালে তিনি সাহিত্যে নোবেল পান। তাঁর লেখা উল্লেখযোগ্য বই ‘ইন আ ফ্রি স্টেট’, ‘আ হাউজ অফ মিস্টার বিশ্বাস’, ‘আ বেন্ড ইন দ্য রিভার’।

একসময় ভারতকে ‘দাসের দেশ’ বলে যথেষ্ট সমালোচনার শিকার হন তিনি। এরপরও তিনি থেমে থাকেননি। ভারতীয় নারীদের সিঁথির সিঁদুরকে তাঁদের বুদ্ধিহীনতার চিহ্ন বলে মন্তব্য করেও বিতর্কের সৃষ্টি করেন নইপল। তবে কোনও বিতর্কই তাঁর জীবনে, তাঁর লেখনীতে প্রভাব ফেলেনি।

Share
Published by
News Desk

Recent Posts