Entertainment

আবার পর্দায় ফিরছে মুন্না ভাই

Published by
News Desk

২০০৩ সালে মুন্না ভাই এমবিবিএস বলিউড কাঁপিয়ে দিয়েছিল। ব্লকব্লাস্টার হিট। সেই সাফল্যের হাত ধরে পর্দায় ফেরে মুন্না ভাই ও সার্কিট। ২০০৬ সালে। এবারও হিট। লগে রহো মুন্না ভাই ফের পর্দা কাঁপায়। প্রযোজক বিধু বিনোদ চোপড়া, পরিচালক রাজকুমার হিরানি, মুন্না ভাই সঞ্জয় দত্ত, সার্কিট আরশাদ ওয়ারসি। এই টিম ২ বছরের ব্যবধানে মুন্না ভাইকে হাতিয়ার করে মানুষের মন জয় করার পর কোথায় যেন হারিয়ে যায়। অনেকেরই প্রশ্ন ছিল মুন্না ভাই কি আর পর্দায় ফিরবে না? দীর্ঘ সেই অপেক্ষার অবশেষে অবসান হতে চলেছে। পর্দায় ফিরছে মুন্না ভাই ৩।

বিধু বিনোদ চোপড়ার ছবি শিকারা কাশ্মীর উপত্যকার কাশ্মীরি পণ্ডিতদের কাহিনি। যথেষ্ট ভারী সিনেমা। সেই সিনেমার প্রচারে এসে বিধু জানালেন, শিকারা তাঁর মনের খুব কাছের সিনেমা। তবে এমন একটা সিরিয়াস ছবি বানানোর পর এবার তিনি কিছু হাসির ছবি বানাতে চান। আর সেজন্য বহু প্রতিক্ষীত মুন্না ভাই-ই তাঁর হাতিয়ার। এবার তিনি বানাচ্ছেন মুন্না ভাই ৩।

মুন্না ভাই ৩-এর কাজ এখনও শুরু হয়নি। তবে বিধু বিনোদ মনস্থির করে ফেলেছেন তাঁর পরের প্রজেক্ট মুন্না ভাই ৩-ই। সিনেমায় কী এবারও সঞ্জয় দত্তকেই দেখা যাবে? রাজকুমার হিরানিই কি পরিচালনা করবেন? সার্কিট কী সেই আরশাদই হচ্ছেন? কেননা এঁদের দেখেই মানুষ অভ্যস্ত। বিধু বিনোদ সরাসরি না বললেও এটা জানিয়েছেন এঁদের নিয়ে কাজ করতে পারলেই তিনি খুশি হবেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk