Entertainment

নাচার সময় কখন সবচেয়ে বেশি ভয় পান ভিকি কৌশল

বলিউড তারকা ভিকি কৌশল নাচার সময় কখন সবচেয়ে ভয় পান তা জানালেন নিজেই। যা কার্যত জানা ছিলনা অনেকেরই। হয়তো বলিউডের অনেকেরও নয়।

Published by
News Desk

একটি টিভি শোতে হাজির হয়েছিলেন বলিউড তারকা ভিকি কৌশল। সঙ্গে ছিলেন তাঁর আসন্ন সিনেমা দ্যা গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি-র নায়িকা মানুষী ছিল্লার। নাচের প্রতিযোগিতামূলক এই শোতে ভিকি অঙ্কিত নামে এক প্রতিযোগীর নাচে মোহিত হয়ে যান।

সাওয়ারিয়া গানের সঙ্গে ওই প্রতিযোগীর নাচ ভিকিকে এতটাই প্রভাবিত করে যে ভিকির মতে, অঙ্কিত প্রথম বিট থেকে শেষ বিট পর্যন্ত কোনও ভুল করেননি। তাঁর নাচ দেখে মনে হয়নি যে তিনি কোনও পরিশ্রম করছেন।

এটাও মনে হয়নি নাচটি সঠিক করার জন্য কোনও চাপ অঙ্কিতের ওপর আছে, এটা ভিকিকে আরও মুগ্ধ করে। ভিকির মতে, তিনিও এটা ৫ মিনিটে করতে পারতেন না। এই সময় ভিকি আরও জানান নাচতে হলে তাঁর সবচেয়ে ভয় করে কখন।

ভিকি জানান, মোজা পরে নাচতে বললেই তিনি আতঙ্কিত হয়ে পড়েন। মোজা পরে তিনি একদম নাচতে স্বচ্ছন্দ নন। কিন্তু অঙ্কিত সেই মোজাতেই দারুণ নেচে দেখিয়ে দিয়েছেন।

ভিকি বলেন, মোজা পরে যদি হরকেও যেতেন অঙ্কিত তাহলেও তাঁর নাচটা দেখে মনে হত সেটা তিনি অভিনয় করেছে। অঙ্কিতের নাচ তাঁর শুরু থেকে শেষ পর্যন্ত দারুণ লেগেছে বলেও জানান ভিকি।

তিনি যে নাচটি চুটিয়ে উপভোগ করেছেন তাও জানাতে ভোলেননি ক্যাটরিনা কাইফের স্বামী। একজন প্রতিযোগীর জন্য এই তারিফ অবশ্যই উৎসাহব্যঞ্জক। অঙ্কিতের নাচের প্রশংসা করেন মানুষীও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk