Entertainment

চলে গেলেন বীরু দেবগণ, পিতৃহারা অজয়

Published by
News Desk

চলে গেলেন বলিউডের বিখ্যাত অ্যাকশন ডিরেক্টর বীরু দেবগণ। সোমবার বিকেলে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন বীরু দেবগণ। ভর্তি ছিলেন হাসপাতালে। সেখানেই এদিন তাঁর মৃত্যু হয়। বলিউডে একসময় দাপটের সঙ্গে অ্যাকশন ডিরেক্টর হিসাবে কাজ করেছেন বীরু দেবগণ।

তাঁর ছেলে অজয় দেবগণ এখন বলিউডের প্রথমসারির অভিনেতা। এদিন বীরু দেবগণের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে বলিউডে শোকের ছায়া নেমে আসে। অ্যাকশন ডিরেক্টর হিসাবেই তাঁর পরিচিতি। তবে ১৯৯৯ সালে একটি সিনেমা পরিচালনাও করেন তিনি। নাম ছিল হিন্দুস্তান কি কসম। সিনেমায় অভিনয় করেন অমিতাভ বচ্চনের মত কিংবদন্তী।

হিন্দুস্তান কি কসম সিনেমায় ছিলেন তাঁর ছেলে অজয় দেবগণও। বীরু দেবগণের ২ ছেলে অজয় ও অনিল দেবগণ এবং ২ মেয়ে কবিতা ও নীলম দেবগণ পিতৃহারা হলেন। জীবনে প্রায় ৮০টির ওপর হিন্দি সিনেমায় অ্যাকশন ডিরেক্টর হিসাবে কাজ করেছেন বীরু দেবগণ। যার মধ্যে রয়েছে শাহেনশা, খুন ভরি মাঙ্গ-এর মত কালজয়ী সিনেমা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk