Let’s Go

এ মন্দিরের একটি স্তম্ভ হাওয়ায় ভাসছে, কেন তা আজও অজানা

এই মন্দিরটি দাঁড়িয়ে আছে অনেক স্তম্ভের ওপর। তার মধ্যে একটি স্তম্ভ হাওয়ায় ভাসছে। এমন আশ্চর্য কীভাবে সম্ভব তা আজও অজানা।

Published by
News Desk

মন্দির বলেই নয়, যে কোনও কাঠামোই দাঁড়িয়ে থাকে তার স্তম্ভ বা পিলারের ওপর। স্তম্ভই হয় যে কোনও নির্মাণের সবচেয়ে শক্তিশালী কাঠামো। যার ওপর পুরো কাঠামোটা নির্ভর করে থাকে। কিন্তু এমন এক মন্দির রয়েছে যার কাঠামোর একটি স্তম্ভ হাওয়ায় ভাসছে। এই স্তম্ভটি এমনভাবে হাওয়ায় ভাসছে যে সেটির তলা দিয়ে দিব্যি একটি কাগজ নিয়ে চলে যাওয়া যায়।

একটি কাপড় নিয়ে স্তম্ভটির তলা দিয়ে নিয়ে গিয়ে অনেকে আদৌ স্তম্ভটি হাওয়ায় ভাসছে কিনা তা পরীক্ষাও করে দেখেন। এই স্তম্ভ এখন এ মন্দিরের অন্যতম দ্রষ্টব্য হয়ে উঠেছে।

অন্ধ্রপ্রদেশের লীপাক্ষি গ্রামেই অবস্থিত এই মন্দির লীপাক্ষি মন্দির নামে খ্যাত হলেও মন্দিরটির আসল নাম বীরভদ্র মন্দির। এটি একটি শিবমন্দির। যা তৈরি হয়েছিল সপ্তম শতাব্দীতে।

মন্দিরটির একটি স্তম্ভ এভাবে হাওয়ায় ভাসছে কেন তা বুঝতে এক ব্রিটিশ ইঞ্জিনিয়ার নানা চেষ্টা করেন। কিন্তু এর কারণ খুঁজে বার করতে পারেননি। এখনও এই ভাসমান স্তম্ভ এক আশ্চর্য হয়েই থেকে গেছে।

লীপাক্ষির বীরভদ্র মন্দির, ছবি – সৌজন্যে – উইকিমিডিয়া কমনস

মন্দিরে বিগ্রহ দর্শন করার পর অনেকেই হাজির হন এই স্তম্ভের কাছে। এ এক অন্যতম পর্যটন আকর্ষণ। অনেকেই এই স্তম্ভের তলা দিয়ে কাপড় নিয়ে যাওয়ার ছবি তুলে রাখেন। কচিকাঁচারা এই মন্দিরের স্তম্ভ দেখে অবাক হয়। এই লীপাক্ষি মন্দিরের সঙ্গে আবার রামায়ণেরও যোগ রয়েছে।

Share
Published by
News Desk