World

এই শহরে ধূমপান চলবে না

Published by
News Desk

সিগারেট বিক্রি বা ধূমপান কিছুই চলবে না। এই নির্দেশ জারি হয়েছে ভ্যাটিকান সিটিতে। জারি করেছেন স্বয়ং পোপ। গত ১০ নভেম্বর, শুক্রবার, পোপ সিগারেট বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেন। তিনি মনে করেন, ধূমপান স্বাস্থ্যের জন্য নিরাপদ নয়। যা থেকে স্বাস্থ্যের ক্ষতি হয় তার থেকে মুনাফারও কোনও প্রয়োজন নেই।

সিগারেট ব্যবসার ফলে ভ্যাটিকান সিটির বছরে আয় হয় ১ কোটি ১০ লক্ষ ডলার। শুধুমাত্র জনসাধারণের স্বাস্থ্যের কথা ভেবেই মুনাফার দিকে ফিরে তাকাননি পোপ। সিগারেট বিক্রি তো বন্ধই পাশাপাশি ধূমপানও বন্ধ ভ্যাটিকানে।

Share
Published by
News Desk
Tags: Vatican City

Recent Posts