Entertainment

বাবা ডেভিড ধাওয়ানের কাজ নিয়ে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করলেন বরুণ ধাওয়ান

Published by
News Desk

শুক্রবার ছিল তাঁর জন্মদিন। জন্মদিনে বাবাকে শুভেচ্ছা জানাতে সোশ্যাল সাইটকে বেছে নেন ছেলে। বরুণ ধাওয়ান লেখেন, হ্যাপি বার্থ ডে পাপা। বরুণের চোখে যে তাঁর বাবাই ১ নম্বর পরিচালক, তাও লিখতে ভোলেননি তিনি। সঙ্গে ছিল একটি ছবিও। যেখানে বাবা ডেভিড ধাওয়ানের সঙ্গে বরুণ ধাওয়ানকে দেখা গেছে। ছবিটি তোলা হয়েছে ব্যাংককে।

বর্তমানে বাবা ও ছেলে ব্যস্ত ব্যাংককে শ্যুটিং করতে। সেখানে ‘কুলি নং ১’-এর রিমেকের শ্যুটিংয়ে ব্যস্ত ডেভিড। ১৯৯৫ সালে তাঁরই পরিচালনায় তৈরি হয় কুলি নং ১। যা কার্যত বক্স অফিসে ব্লকবাস্টার হয়। সেই সিনেমায় নায়কের ভূমিকায় দেখা গিয়েছিল গোবিন্দাকে। নায়িকার ভূমিকায় করিশ্মা কাপুরকে। কুলি নং ১-এর রিমেকে গোবিন্দার জায়গায় নায়কের চরিত্রে রয়েছেন বরুণ ধাওয়ান। অন্যদিকে করিশ্মা কাপুরের জায়গায় রয়েছেন সারা আলি খান।

২০১৭ সালে ডেভিড ধাওয়ান রিমেক বানান তাঁরই আর এক ব্লকবাস্টার সিনেমা ‘জুড়ওয়া’-র। ১৯৯৭ সালে জুড়ওয়া সিনেমায় নায়ক ছিলেন সলমন খান। সেই সিনেমার রিমেকে ২০১৭ সালে ছেলে বরুণ ধাওয়ানকে হিরো করে জুড়ওয়া ২ বানান ডেভিড। যা তখনও হিট হয়। এখন সেই একই রাস্তায় হেঁটে তাঁর ‘কুলি নং ১’ কতটা হিট করে সেদিকেই চেয়ে সকলে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Varun Dhawan

Recent Posts