
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতু। কম্পনের মাত্রা ছিল ৭.২। কম্পনের কেন্দ্র ছিল সমুদ্রের ১০ কিলোমিটার গভীরে। কম্পনের পরই প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টারের তরফে ভানুয়াতু ও ভানুয়াতু সংলগ্ন রাষ্ট্র ফিজি, নিউ ক্যালেডোনিয়ায় সুনামি সতর্কতা জারি করা হয়। যা ঘণ্টা কয়েক পর তুলেও নেওয়া হয়। এদিকে তীব্র কম্পনের পর একটি জোড়াল আফটার শক অনুভূত হয়। সেই কম্পনের মাত্রা ছিল ৫.৪। ভূমিকম্পে ভানুয়াতুর ক্ষয়ক্ষতি এখনও পরিস্কার নয়। তবে অনেক জায়গায় বাড়িতে ফাটল ধরেছে। ভূমিকম্পের সময়ে বহু মানুষ আতঙ্কে রাস্তায় নেমে আসেন।