Categories: National

উত্তরাখণ্ডে রাষ্ট্রপতি শাসন, আদালতে কংগ্রেস

Published by
News Desk

উত্তরাখণ্ডে রাষ্ট্রপতি শাসন জারির প্রতিবাদ করে আদালতের দ্বারস্থ হল কংগ্রেস। এদিন কংগ্রেসের দুই আইনজীবী নেতা কপিল সিব্বল ও অভিষেক মনু সিংভি নৈনিতালে উত্তরাখণ্ড হাইকোর্টে রাষ্ট্রপতি শাসনের বিরুদ্ধে আবেদন জানান। তাঁদের আবেদনে সাড়া দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার এই মামলার শুনানি হবে। এদিকে এদিন উত্তরাখণ্ডে রাষ্ট্রপতি শাসনের পক্ষে জোড়াল সওয়াল করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। উত্তরাখণ্ড বিধানসভার স্পিকার গণতন্ত্রকে হত্যা করছিলেন বলে দাবি করেন তিনি। এদিকে কংগ্রেস আদালতে যাওয়ায় বিষয়টি আরও ঘোরাল হল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Share
Published by
News Desk