Categories: National

রাষ্ট্রপতিরও ভুল হতে পারে : উত্তরাখণ্ড হাইকোর্ট

Published by
News Desk

উত্তরাখণ্ড বিধানসভাকে সাসপেন্ড করে সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। রাষ্ট্রপতির সেই সিদ্ধান্তের বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হয় উত্তরাখণ্ডের হরিশ রাউত সরকার। সেই মামলায় এদিন উত্তরাখণ্ড হাইকোর্ট জানিয়েছে রাষ্ট্রপতির এই সিদ্ধান্তের বৈধতা বিচারবিভাগীয় পর্যালোচনার আওতায় পরে। আদালতের মতে, যে কোনও মানুষ ভুল করতে পারেন। তিনি রাষ্ট্রপতি বা বিচারপতিও হতে পারেন। তাই রাষ্ট্রপতির নির্দেশে উত্তরাখণ্ডে ৩৫৬ ধারা জারির বিষয়টি আদালত খতিয়ে দেখবে। উত্তরাখণ্ডে কংগ্রেস সরকারের বিধানসভায় নিজেদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পারাকে কেন্দ্র করে জটিলতার সৃষ্টি হয়। তারপরই সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়।

Share
Published by
News Desk