Categories: National

উত্তরাখণ্ড বিধানসভায় আস্থাভোটের নির্দেশ হাইকোর্টের

Published by
News Desk

উত্তরাখণ্ড বিধানসভায় আগামী ৩১ মার্চ আস্থা ভোট নেওয়া হবে। ভোটাভুটিতে কংগ্রেসকে তাদের সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে। এদিন উত্তরাখণ্ড হাইকোর্ট এমনই নির্দেশ দিয়েছে। উত্তরাখণ্ডে বেআইনিভাবে রাষ্ট্রপতি শাসন জারিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় কংগ্রেস। সেই আবেদনের এদিন শুনানি ছিল। আদালতের এদিনের রায়ে খুশি কংগ্রেস। তাদের দাবি, আদালতের এই নির্দেশে প্রমাণ হল উত্তরাখণ্ডে তড়িঘড়ি রাষ্ট্রপতি শাসন জারি ভুল ছিল। ৩১ তারিখ যাতে শান্তিতে ভোটাভুটি সম্পূর্ণ হয় সেদিকে নজর রাখার জন্য ডিজিপিকে নির্দেশ দিয়েছে আদালত।

Share
Published by
News Desk