Categories: National

নিয়ন্ত্রণ দুরস্ত, পাহাড়ে ছড়াচ্ছে দাবানল

Published by
News Desk

উত্তরাখণ্ডের দাবানল ক্রমশ ভয়ানক আকার নিচ্ছে। রবিবার তা পাহাড়ের গা বেয়ে ওঠা অরণ্যেও ছড়িয়ে পড়েছে। অনেক চেষ্টা করেও আগুনের ওপর নিয়ন্ত্রণ পাচ্ছেন না এনডিআরএফ। এমনকি গহন দুর্গম অরণ্যে পৌছতে সমস্যা হওয়ায় সেখানে আকাশ পথে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে ভারতীয় বায়ুসেনা। কিন্তু বিশাল ধোঁয়ার কুণ্ডলীর কারণে তাদেরও দৃশ্যমানতায় সমস্যা হচ্ছে। সমস্যা হচ্ছে বিভিন্ন লেক থেকে জল তুলে এনে ঢালারও। সব মিলিয়ে উত্তরাখণ্ড সরকার ও কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগও দাবানলে নিয়ন্ত্রণ পাওয়ার কোনও রাস্তা খুঁজে পাচ্ছে না। তবে তাঁরা চেষ্টার ত্রুটি রাখছেন না। ইতিমধ্যেই দাবানলের শিকার হয়েছেন ৫ জন মানুষ। যারমধ্যে ৩ জন মহিলা ও ১টি শিশু রয়েছে।

Share
Published by
News Desk