কুমড়ো ছুঁড়ে নিজের ৩৫ বছর পুরনো গাড়ি ভাঙলেন এক ব্যক্তি
৩৫ বছর পুরনো একটি গাড়ি। সেই গাড়িটিকে কুমড়ো ছুঁড়ে ভেঙে দিলেন এক ব্যক্তি। কুমড়োর আঘাতে দুমড়ে গেল আস্ত গাড়ি।
 
						কুমড়োর প্রতি তাঁর ভালবাসার কথা তাঁর আশপাশের অনেকেই জানেন। তেমনই একটি কুমড়ো আর একটি গাড়ি নিয়ে একটি মাঠে হাজির হন এক ব্যক্তি। গাড়িটি তাঁরই। ১৯৯১ সালে শখ করে গাড়িটি কিনেছিলেন। তারপর চুটিয়ে ব্যবহার করেন ৩৫ বছর ধরে।
গাড়িটির পরিচর্যাও করতেন তিনি। ফলে তা ৩৫ বছর পরও বেশ ঝকঝকে অবস্থায় ছিল। সেটি হালে বন্ধ হয়ে যায়। তাকে আর সারানো সম্ভব নয় বুঝে সেটিকে তিনি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেন। তাঁর ভালবাসার গাড়িকে চিরাচরিত পদ্ধতিতে নয়, বরং তাঁর অন্য ভালবাসা দিয়েই গুঁড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেন তিনি।
হালেই তাঁর বাগানে তিনি একটি দানব কুমড়ো তৈরি করেছিলেন। যার ওজন ৮৭০ কেজি। একটি প্রতিযোগিতা থেকে বিশ্বের সবচেয়ে বড় কুমড়োর তকমাও পায় সেটি। সেই পুরস্কার জেতা বিশ্বসেরা কুমড়োটিকে তিনি একটি ক্রেনের সাহায্যে ১৪ তলা উঁচুতে তুলে নিয়ে যান।
তারপর সেই উচ্চতা থেকে কুমড়োটিকে ফেলে দেন তাঁর গাড়ির ওপর। ওই ৮৭০ কেজির কুমড়োর আঘাতে নিমেষের মধ্যে দুমড়ে মুচড়ে দলা পাকিয়ে যায় আস্ত নীল গাড়িটি। অন্যদিকে কুমড়োটিও টুকরো টুকরো হয়ে যায়। ছড়িয়ে পড়ে।
অনেকেই এই দৃশ্য দেখতে ভিড় জমিয়েছিলেন আমেরিকার ইউটায়। কুমড়োর টুকরো পেতে অনেকেই হুড়োহুড়ি জুড়ে দেন। তাঁর ৩৫ বছরের পছন্দের সঙ্গী ওই গাড়িটিকে বিদায় জানানোর জন্য এর চেয়ে ভাল কিছু তাঁর মাথায় আসেনি বলেই জানান অ্যালান গিবার্ট নামে ওই ব্যক্তি।













