World

পোল ডান্স করছে কঙ্কাল, টাকা ওড়াচ্ছে অন্য কঙ্কাল, রেগে আগুন প্রশাসন

কঙ্কালদের উল্লাস নিয়ে ঠিক নয়, কার্যত অন্য কারণে রেগে আগুন হল প্রশাসন। প্রশাসনের চাপে কাজ হল কিন্তু কঙ্কালের নাচ থামল না।

Published by
News Desk

পোল ডান্স করছে কঙ্কাল। যা একাধারে কৌতূহল, বিতর্ক, প্রশাসনিক চাপ সব তৈরি করল। আসলে যিনি কঙ্কালকে দিয়ে পোল ডান্স করাচ্ছিলেন তিনি তাঁর বাড়ির কাছে রাস্তার ওপর বসানো একটি পথ নির্দেশিকার পোস্টকে ব্যবহার করেন পোল হিসাবে। তাতে মাথায় বেগুনি চুল লাগিয়ে কঙ্কাল নাচছে। আর তার আশেপাশে বসে বাকি কঙ্কালরা তার দিকে টাকা ওড়াচ্ছে।‌

এটাই তুলে ধরেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটা-র এক বাসিন্দা। সামনেই হ্যালোউইন। ভৌতিক দিন। তার আগে ভৌতিক সব ব্যাপারস্যাপারে বাড়ি বা বাড়ির সামনেটা সাজিয়ে তোলায় খামতি রাখেন না মার্কিন মুলুকের মানুষজন।

সেই হ্যালোউইন পালন করতে গিয়ে শহর প্রশাসনের বসানো পথ নির্দেশিকার পোস্ট ব্যবহার করে মুশকিলে পড়ে যান ওই ব্যক্তি। শহর প্রশাসনের তরফে তাঁকে সময় দিয়ে জানানো হয় তার মধ্যেই যেন সব সরিয়ে ফেলা হয়। পোস্ট খালি করে দেওয়া হয়।

তাই করেনও ওই ব্যক্তি। তবে তাঁর বাড়ির সামনে ওই কঙ্কালের কাণ্ড কিন্তু চলে। যা রাতে আবার আলো দিয়েও সাজানো হয়েছে। উপরন্তু শহরের অনেকেই এই কঙ্কালের পোল ডান্স দেখতে হাজির হচ্ছেন।

কয়েকজন তো আবার হ্যালোউইনের নামে কঙ্কালের পোল ডান্স শিশু মনের পক্ষে একেবারেই উপযোগী নয় বলে সমালোচনাও করেছেন।

যদিও যিনি এটা তৈরি করেছেন তিনি এর মধ্যে কোনও খারাপ কিছু দেখছেন না। তাঁর কাছে এটা শুধুই একটু মজা করা। ইন্টারনেটে এই কঙ্কাল নৃত্যের ঘটনা রীতিমত ছড়িয়ে পড়েছে।

Share
Published by
News Desk

Recent Posts