World

অপারেশনের পর জ্ঞান ফিরতে অজানা ভাষায় অনর্গল কথা বললেন রোগী

এমন কাণ্ড দেখে অবাক হয়ে গেছেন চিকিৎসকেরাও। তাঁরাও বুঝে উঠতে পারছেন না কীভাবে এটা সম্ভব হল। অপারেশনের পর জ্ঞান ফিরতে অনর্গল অজানা ভাষায় কথা বললেন রোগী।

অপারেশন তো অনেকেরই হয়। নানা কারণে অপারেশন করতে হয় চিকিৎসকদের। অপারেশন করার জন্য অধিকাংশ ক্ষেত্রেই রোগীকে অজ্ঞান করে দিতে হয়। অপারেশনের পর একটা সময় রোগীর জ্ঞান ফিরে আসে। এমনটাই হয়েছিল এক বছর ৩৩-এর যুবকের সঙ্গে।

তাঁর অপারেশন হয়। তারপর জ্ঞান ফেরে। এই পর্যন্ত বিষয়টি চেনা হলেও যে নার্সরা ছিলেন তাঁরা অবাক হয়ে যান ওই ব্যক্তির স্প্যানিশ ভাষায় কথা বলার ক্ষমতা দেখে। যাঁরা স্প্যানিশ ভাষাতেই কথা বলেন। যাঁদের সবচেয়ে সহজে কথা বলার ভাষাই স্প্যানিশ। তাঁরা যতটা সাবলীলভাবে এবং বাধাহীনভাবে অনর্গল স্প্যানিশ বলে যেতে পারবেন ওই ব্যক্তি ঠিক তেমন দক্ষতায় স্প্যানিশ বলতে থাকেন।

কিন্তু যেটা সবচেয়ে অবাক করা সেটা হল তিনি স্প্যানিশ ভাষাটা প্রায় জানেনই না। একসময় স্কুলে সামান্য শিখেছিলেন। সব মিলিয়ে তাঁর স্প্যানিশ ভাষায় জ্ঞান বলতে কয়েকটা শব্দ আর ১ থেকে ১০ স্প্যানিশে কীভাবে বলতে হয় সেটা জানা। সেই মানুষ কীভাবে এমন অনর্গল স্প্যানিশ ভাষায় কথা বলতে থাকলেন সেটা অবাক করছে বিশেষজ্ঞদেরও।

যে ভাষাটাই ভাল করে তাঁর জানা নেই, তিনি এমন ভাষায় কথা বলেই চলেছেন। শিখলেন কোথায়! চিকিৎসকেরা এটাকে মস্তিষ্কের জটিল ক্ষমতা হিসাবেই দেখছেন।

মানুষের মস্তিষ্ক এমন এক অফুরান ভান্ডার যেখানে এমন অনেক কিছুই জমা হয় যার সম্বন্ধে ওই ব্যক্তিরই জানা থাকেনা। ওই ব্যক্তির ক্ষেত্রে এমনটাই হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।

তবে ওই ব্যক্তির যখন ফুটবল খেলতে গিয়ে চোটের কারণে ১৯ বছর বয়সে পায়ে একটি অপারেশন হয়েছিল তখনও তিনি জ্ঞান ফিরতে প্রায় ২০ মিনিট টানা স্প্যানিশে কথা বলেছিলেন। প্রসঙ্গত আমেরিকার ইউটা-র সল্ট লেক সিটির বাসিন্দা ওই ব্যক্তির মাতৃভাষা কিন্তু ইংরাজি। তিনি সে ভাষাতেই সবচেয়ে বেশি স্বচ্ছন্দ।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *