ব্যাঙ হয়ে গেলেন এক পুলিশ অফিসার, এ কেমন পুলিশ রিপোর্ট
এক পুলিশ অফিসার ব্যাঙ হয়ে গেলেন। এমনই জানাল একটি পুলিশ রিপোর্ট। বিশেষ ধরনের এই পুলিশ রিপোর্ট দেখার পর মাথায় হাত খোদ পুলিশেরই।
দুনিয়া এগিয়ে চলেছে। সেই এগিয়ে চলার সঙ্গে এগিয়ে চলেছে মানুষ। এই এগিয়ে চলার পথে সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠেছে প্রযুক্তি। প্রযুক্তি ক্ষেত্রে ক্রমশ তার ডালপালা মেলছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এখন অনেক ক্ষেত্রেই এআই ব্যবহার করা হচ্ছে। যার ফল যে সর্বদা খুব আনন্দদায়ক ওই সুগম হচ্ছে এমনটা নয়।
যেমন ঘটল এক এলাকার পুলিশ বিভাগে। সেখানে বডি ক্যামেরার ছবি দিয়ে রিপোর্ট বানানোর জন্য এআই-এর আশ্রয় নিয়েছে এই পুলিশ বিভাগ। নিজেদের আধুনিকতার সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে তারা।
আর এই খাপ খাইয়ে নেওয়ার জন্য তারা এআই প্রযুক্তিকে ব্যবহার শুরুর পর তাদের দফতরের এক পুলিশ অফিসারকেই ব্যাঙ বানিয়ে দিয়েছে এআই। এআই দিয়ে তৈরি রিপোর্টে দেখা গেছে ওই পুলিশ আধিকারিক নাকি ব্যাঙ হয়ে গেছেন।
আশ্চর্য কাণ্ডটি ঘটেছে মার্কিন মুলুকের ইউটা-র হেবার শহরের পুলিশ বিভাগে। আসলে এই রিপোর্ট যখন এআই বানিয়েছে তখন পিছনে একটি সিনেমার গান চলছিল। দ্যা প্রিন্সেস অ্যান্ড দ্যা ফ্রগ নামে সিনেমাটির সেই গানকে গুরুত্ব দিয়ে দিয়েছে এআই। এতে ফল হয়েছে মারাত্মক।
সে রিপোর্ট বানানোর সময় ওই গানটিকে গুরুত্ব দিয়ে এক পুলিশ অফিসারকেই ব্যাঙ বানিয়ে দিয়েছে রিপোর্টে। এমন ভুল অবশ্য পুলিশ আধিকারিকদের চোখও খুলে দিয়েছে।
তাঁরা জানিয়েছেন, এমন ঘটনা ঘটেছে বলে যে এআই রিপোর্ট তাঁরা বন্ধ করবেন এমনটা নয়। বরং রিপোর্ট তৈরি হওয়ার পর সেদিকে নজর রাখবেন তাঁরা। অনেক সংবাদমাধ্যমেই রিপোর্টটি প্রকাশিত হয়েছে।













