Categories: World

ওয়েস্ট ভার্জিনিয়ায় বন্যায় মৃত ২৩

Published by
News Desk

প্রবল বৃষ্টি। আর তার জেরেই বন্যা। বন্যার চেহারা এতটাই ভয়ংকর যে ইতিমধ্যে তা ২৩টি প্রাণ নিয়েছে। কয়েক হাজার মানুষ জীবন মৃত্যুর মাঝে দাঁড়িয়ে প্রকৃতির সঙ্গে বাঁচার লড়াই চালিয়ে যাচ্ছে। এমনই এক পরিস্থিতি মার্কিন মুলুকের ওয়েস্ট ভার্জিনিয়ার। একটানা বৃষ্টিতে সেখানকার সব নদীই বিপদসীমার ওপর দিয়ে বইছে। শহর থেকে গ্রাম সবই প্রায় জলের তলায়। ২০০ জন উদ্ধারকর্মী বন্যার্ত মানুষদের উদ্ধারে ২৪ ঘণ্টা কাজ করে চলেছেন। কিন্তু প্রকৃতি বিরূপ হওয়ায় উদ্ধারকাজ কিছুটা হলেও ব্যাহত হচ্ছে। সেই সঙ্গে বহু এলাকা বিদ্যুতহীন অবস্থায় পড়ে আছে। রাত নামলে সেখানে জীবন হয়ে উঠছে দুর্বিষহ। চারদিকে জল আর অন্ধকারের মাঝে শুরু হয়েছে পানীয় জলের সমস্যা। সব মিলিয়ে ওয়েস্ট ভার্জিনিয়ার মানুষ এখন দিন কাটাচ্ছেন এক অসহনীয় অবস্থার মধ্যে।

Share
Published by
News Desk