National

কংগ্রেসে যোগ দিলেন উর্মিলা মাতন্ডকর

Published by
News Desk

গত মঙ্গলবারই বিজেপিতে যোগ দিয়েছেন বলিউডের একসময়ের ডাকসাইটে সুন্দরী অভিনেত্রী জয়াপ্রদা। তার একদিন পর এবার কংগ্রেসে যোগ দিলেন বলিউডের আর এক সুন্দরী অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর। বুধবার তাঁকে দলে স্বাগত জানান কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। যদিও উর্মিলা যে কংগ্রেস যোগ দিতে চলেছেন সেকথা আগেই জানিয়েছিল সংবাদ সংস্থা আইএএনএস। তাদের দাবিই সত্যি হল।

কংগ্রেসে যোগ দিয়ে উর্মিলা জানান তিনি দলে থাকতে এসেছেন। নির্বাচনের পরও তিনি কংগ্রেসের সঙ্গেই থাকবেন। ভোটের মুখে কংগ্রেসে যোগ দেওয়ার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে তিনি কোন আসন থেকে টিকিট পাচ্ছেন? যেটুকু জানা যাচ্ছে তাতে মুম্বই উত্তর লোকসভা আসনে কংগ্রেসের টিকিটে দাঁড়াতে পারেন উর্মিলা। ওই আসনটি ২০১৪ সালে জেতেন বিজেপির গোপাল শেট্টি।

৪৫ বছর বয়সী উর্মিলা ১৯৮৩ সালে শিশু চরিত্রে নামেন মাসুম সিনেমায়। সেই যাত্রা শুরু। তারপর একের পর এক সিনেমায় অভিনয় করেছেন তিনি। চমৎকার, রঙ্গিলা, জুদাই, সত্যা, কৌন, দিললাগি সহ অনেক সিনেমায় সাফল্যের সঙ্গে অভিনয় করেছেন উর্মিলা। হিন্দি ছাড়াও মারাঠি ও দক্ষিণী সিনেমা ও সিরিয়ালে অভিনয় করেছেন উর্মিলা। পরিচালক রামগোপাল বর্মার সিনেমায় তাঁকে প্রায়শই দেখা যেত। রুপোলী পর্দায় সফল উর্মিলা রাজনীতির ময়দানে কতটা সাফল্য পান তা সময় বলে দেবে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk

Recent Posts