National

উর্জিত প্যাটেলকে হুমকি মেল, গ্রেফতার ১

Published by
News Desk

পদত্যাগ না করলে তাঁকে ও তাঁর পরিবারের সকলকে হত্যা করা হবে। এই ভাষায় গত ২৩ ফেব্রুয়ারি একটি হুমকি মেল এসে পৌঁছয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত প্যাটেলের কাছে। মেলটি নিয়ে তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে মেলটি নাগপুর থেকে এসেছে। একটি সাইবার ক্যাফে থেকে মেলটি করা হয়েছে। এরপর সূত্র ধরে এগিয়ে বৈভব বদলওয়ার নামে এক মধ্যবয়সী ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। বিদেশে পড়াশোনা করা বৈভবকে আদালতে পেশ করা হলে তার সোমবার পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আপাতত কর্মহীন বৈভব কোন উদ্দেশ্যে এই কাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ।

 

Share
Published by
News Desk