Entertainment

কোমর পর্যন্ত শরীরে একটুকরো সুতো নেই, লাড্ডু খেলেন উরফি

কোমর পর্যন্ত একটুকরো সুতোও নেই। এবার একদম অন্য রূপে আরও সাহসী উরফি জাভেদ। এবার কোমর পর্যন্ত পোশাকই নেই তাঁর।

Published by
News Desk

তাঁর ডিজাইন করা পোশাকই তিনি পরেন। আর তা যে কতটা সাহসী হয় তা এখন প্রায় সকলের জানা। কোনওমতে ঢাকা পড়ে শরীরের বিশেষ অঙ্গগুলি। এবার সেই সামান্য ঢাকাটুকু দিতেও কিছু ব্যবহার করলেন না উরফি জাভেদ। যিনি তাঁর আবেদনময় ভিডিওর জন্যই জনপ্রিয়।

সেই উরফি এবার নতুন ভিডিওতে কোমর পর্যন্ত উন্মুক্ত। কোমর পর্যন্ত একটুকরো সুতো নেই। তার নিচে একটি লেহেঙ্গা। কোমর পর্যন্ত সুতো নেই মানে খোলা রয়েছে বুকও। তাঁর স্তন যুগল তাঁর বাঁ হাত দিয়ে কোনওমতে ঢাকার চেষ্টা করেছেন উরফি। যাতে স্তনের অনেকটাই উন্মুক্ত।

এক হাতে এভাবে স্তন ঢেকে অন্য হাতে একটি বিশাল লাড্ডু খেতে দেখা গেছে উরফিকে। লাড্ডুতে কামড় বসিয়ে তা চিবোতে থাকেন তিনি। ক্যামেরা তাঁর আরও কাছে পৌঁছে যায়।

উরফির এই কোমর পর্যন্ত সুতোহীন নতুন অবতারে সামনে আসাটা আবার আলোর উৎসবকে সামনে রেখে। তাই তাঁর সামনে রাখা ছিল ডিজাইন করা প্রদীপ।

সব মিলিয়ে উরফি ফের আগুন ঝরালেন ইন্টারনেটে। যদিও তাঁর এই নতুন অবতারে সামনে আসার অনেক সমালোচনাও হয়েছে। তবে উরফি এসব সমালোচনা বড় একটা গায়ে হয়তো মাখেন না। বরং নিজেকে নতুন করে সামনের দিনে কিভাবে মেলে ধরবেন সেটাই তিনি পরিকল্পনা করেন।

অন্তত উরফির নিয়মিত ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশকরা এবং তা নিমেষের মধ্যে বহু মানুষের কাছে পৌঁছে যাওয়া তাঁকে খবরে বাঁচিয়ে রাখে। তাঁর নাম আরও ছড়াতে থাকে।

Share
Published by
News Desk