Entertainment

নতুন ভূমিকায় উরফি জাভেদ, ১০ টাকায় সাজালেন ২ অভিনেত্রীকে

তাঁর খোলামেলা স্টাইলের জন্য তাঁর নাম এখন প্রায় সকলেই জেনে ফেলেছেন। সেই উরফি জাভেদ এবার ১০ টাকায় ভোল বদলে দিলেন ২ অভিনেত্রীর।

Published by
News Desk

যখনই তিনি নতুন স্টাইলের পোশাকে, সাজে ছবি দেন তা হুহু করে ছড়িয়ে পড়ে। অবশ্যই তার পিছনে রয়েছে তাঁর খোলামেলা সাজ। সেইসঙ্গে তিনি তাঁর পোশাকের ক্ষেত্রে যেসব উপাদান ব্যবহার করেন তাও সকলের নজর কাড়ে। যেমন কখনও তিনি দড়িতে শরীর ঢেকে সামনে আসেন তো কখনও পাথরের টুকরোয় কোনওক্রমে শরীর ঢেকে।

উরফি জাভেদ তাঁর একদম ভিন্ন ঘরানার সাজ ও পোশাকের জন্য এখন পরিচিত মুখ। সেই উরফি জানালেন তিনি এখনও মনেপ্রাণে একজন মধ্যবিত্ত মেয়ে। তাঁর মধ্যে একটা মধ্যবিত্ত মন রয়েছে। তাই তিনি এখনও সেফটিপিন বা এমন মধ্যবিত্তের ঘরোয়া জিনিসের মধ্যে ফ্যাশন খোঁজেন।

উরফির দাবি, ফ্যাশন মানে দামি দামি পোশাক নয়, বরং কারও মধ্যে কতটা সৃজনশীলতা রয়েছে সেটাই ফ্যাশন। যা খুব সাধারণ জিনিসপত্র দিয়েও সম্ভব।

মিডল ক্লাস লাভ নামে একটি সিনেমায় অভিনয় করছেন ঈশা সিং এবং কাব্য থাপার। এঁদের সাজগোজে সেই মধ্যবিত্তের ছোঁয়াটা রেখে তাঁদের সাজিয়ে তুলতে উরফি মাত্র ১০ টাকা খরচ করেছেন। আর তা দিয়েই তিনি তাঁদের ভোল বদলে দিয়েছেন। যে সাজে সেই মধ্যবিত্ত ছোঁয়াটা ছিল।

কাব্য থাপার তো উরফির এই অভিনব ফ্যাশন ভাবনায় অভিভূত। তিনি বলেন, কে ভেবেছিল যে তিনি চটের থলি দিয়ে পোশাক পরবেন, ১০ টাকায় সেজে ফেলতে পারবেন! এটা উরফিই পারেন বলে মনে করছেন কাব্য। কাব্য এবং ঈশা ২ জনই জানিয়েছেন, উরফির সঙ্গে তাঁদের দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্কও গড়ে উঠেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk