National

বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের পরীক্ষা দেওয়া সহজ করতে অভিনব প্রস্তাব দিল ইউজিসি

বিশ্ববিদ্যালয়গুলির কাছে একটি প্রস্তাব পাঠিয়েছে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন বা ইউজিসি। যা আগামী দিনে পড়ুয়াদের পরীক্ষা দেওয়াকে অনেক সহজ করে দেবে।

Published by
News Desk

পরীক্ষা দেওয়াকে ছাত্রছাত্রীদের কাছে আরও সহজ করে তুলতে বিশ্ববিদ্যালয়গুলিকে এক অভিনব প্রস্তাব দিল ইউজিসি। ইউজিসি-র এই প্রস্তাব ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহের সঞ্চার করেছে। তারাও খুশি এমন প্রস্তাবের কথা শুনে।

দেশের সব বিশ্ববিদ্যালয়ের কাছেই ইউজিসি তাদের প্রস্তাব পাঠিয়ে দিয়েছে। এখন বিশ্ববিদ্যালয়গুলি এ বিষয়ে কি পদক্ষেপ করে বা তারা কি মতামত জানায় সেদিকে নজর রয়েছে সকলের।

ইউজিসি বিশ্ববিদ্যালয়গুলির কাছে প্রস্তাব পাঠিয়েছে তারা যেন পরীক্ষা নেওয়ার সময় ছাত্রছাত্রীদের আঞ্চলিক বা স্থানীয় ভাষায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেয়। তাতে ছাত্রছাত্রীদের সুবিধা যেমন হবে তেমনই এরফলে পড়াশোনার মানও উন্নত হবে।

২০২০ সালের জাতীয় শিক্ষানীতিতেও এ বিষয়ে জোর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইউজিসি-র চেয়ারম্যান এম জগদীশ কুমার। জাতীয় শিক্ষানীতিতে আঞ্চলিক ও স্থানীয় ভাষায় পড়াশোনায় জোর দেওয়ার পিছনে ভারতের স্থানীয় ভাষার উন্নতি ও প্রচারকে সামনে রাখা হয়েছে।

এতে ছাত্রছাত্রীদের পক্ষে যে বিষয়ে পড়াশোনা করছে তার সঙ্গে আরও প্রগাঢ় সম্পর্ক তৈরি করা সম্ভব হবে। কেবল ইংরাজিতেই পড়ালে যা কিছুটা হলেও হয়না। বিশেষত অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের জন্য স্থানীয় ভাষায় পড়াশোনা তাদের সুবিধা করে দেবে।

কিন্তু ভারতে এখন শিক্ষার বাস্তুতন্ত্র ঘুরপাক খাচ্ছে ইংরাজি ভাষাকে কেন্দ্র করে বলেও জানান ইউজিসি চেয়ারম্যান। তাঁর মতে, যদি স্থানীয় ভাষায় উচ্চশিক্ষায় পড়াশোনার পথ খুলে দেওয়া যায় তাহলে আরও বেশি সংখ্যক ছাত্রছাত্রী তা গ্রহণে এগিয়ে আসবে। যা ২০৩৫ সালের মধ্যে উচ্চশিক্ষায় পড়ুয়াদের যোগদানকে বর্তমান ২৭ শতাংশ থেকে ৫০ শতাংশে তুলে নিয়ে যেতে পারবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk