World

রাতের আকাশে রহস্যময় বাঁকানো আলো, কি ওটা, অবাক বহু মানুষ

রাতের আকাশ যেমন হয়। অন্ধকার আকাশে তারার মেলা। তারমধ্যেই আচমকা একটা দৃশ্য বহু মানুষকে হতবাক করে দিল। অনেকেই সময় নষ্ট না করে তুলে ফেলেন ছবি।

রাতের আকাশটা অনেকটা কালো ক্যানভাসের মত হয়। যেখানে উজ্জ্বল যে কোনও কিছু চট করে নজর কেড়ে নেয়। চাঁদ বা তারা রাতের আকাশে কেমন লাগে তার সঙ্গে সকলেই পরিচিত। তাই তা নজর কাড়ে না। কিন্তু যদি তারাও খসে তাহলেও তা মানুষের নজর কেড়ে নেয়।

এক্ষেত্রে তো একটা উজ্জ্বল আঁকাবাঁকা আলো স্পষ্ট চোখে পড়ছে। তা যে সকলকে অবাক করবে সেটাই তো স্বাভাবিক! সেটাই হল। রাতের আকাশে আচমকা ওই আঁকাবাঁকা আলো দেখে অনেকেই চমকে যান।

অনেকে আবার এই আলোকে ভিনগ্রহীদের কাণ্ড বলে মনে করতে থাকেন। ওই আলোটি কিন্তু কিছুক্ষণ থাকার পর মিলিয়ে যায়। কিন্তু রহস্যটা থেকে যায়। সকলেরই জিজ্ঞাসা তাঁরা যেটা দেখলেন সেটা আসলে কি ছিল?

আলোটি দেখতে পাওয়া যায় নিউ ইংল্যান্ড, ম্যাসাচুসেটস, নিউ হ্যাম্পশায়ার, রোড আইল্যান্ডের মত মার্কিন মুলুকের বিভিন্ন জায়গার আকাশে। নিশ্চিত করে না বলতে পারলেও এর একটা যুক্তিসঙ্গত উত্তর পাওয়া গিয়েছে।

বিশেষজ্ঞেরা জানাচ্ছেন আলোটি যে সময় দেখা যায়, ফ্রেঞ্চ গিনি-র কোউরোউ থেকে একটি রকেট তার ঠিক আগে আকাশে উড়ে গিয়েছিল। পৃথিবী পর্যবেক্ষণকারী কৃত্রিম উপগ্রহ সেন্টিনেল-১ডি নিয়ে আকাশে উড়ে যাওয়ার পর রকেটটির উপরের দিক থেকে কোনওভাবে অতিরিক্ত জ্বালানি আকাশে ছড়িয়ে যায়। যা ওই উচ্চতায় দ্রুত জমেও যায়। সেটাই রাতের আকাশে হয়তো দেখেছেন মানুষজন। ফলে তা ওরকম আঁকাবাঁকা ছিল।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *