World

আকাশে রহস্যময় আলোর নড়াচড়া, তুঙ্গে জল্পনা

অন্ধকার আকাশের দিকে অনেকেই তাকিয়ে দেখেন। এমনই কিছু মানুষের নজর কাড়ল একটি নড়তে থাকা আলোকময় বস্তু। যাকে ঘিরে জোড়াল হল সন্দেহ।

রাতের আকাশে চাঁদ, তারাদের যেমন দেখা যায় তেমনই দেখা যাচ্ছিল। তারমধ্যেই আচমকা একটি আলো নজর কাড়ল সকলের। আলোটা বেশ উজ্জ্বল। গতিময় সে আলো তার স্থান পরিবর্তন করছে। আলোর চারধারে একটা বলয়। আলোর বলয়। কী ওটা!

যাঁরা আকাশের দিকে তাকিয়েছিলেন তাঁরা কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে গেলেন রাতের আকাশে ওই রহস্যময় আলো দেখে। তাঁরা বুঝেই উঠতে পারলেননা ওটা আসলে কী! আর যদি কিছু না বুঝতে পারা যায় তা নিয়ে জল্পনা তো চলতেই থাকে।

সেই গতিময় আলোটি এতটাই নজর কাড়া ছিল যে তা অনেকেরই চমকের কারণ হয়। যাঁরা আকাশের দিকে চেয়ে থাকেন না, তাঁদেরও চোখ চলে যায়। অনেকেই ওই সরতে থাকা আলোকে ভিনগ্রহীদের যান বলে সন্দেহ করেন।


ভিনগ্রহীদের যান বলে পরিচিত সসার এমনই গোলাকার হয় বলে সকলের ধারনা। এই আলোর চারধারেও ছিল আলোর বলয়। ফলে এই ধারনা অনেকের মনেই দাগ কাটে। অনলাইনে ওই ছবি নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে।

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি, পেনসিলভানিয়া, কানেকটিকাটের আকাশ তো বটেই, এই আলো দেখা যায় ওহিও-র কিছু অংশেও। যদিও এই আলো অন্য কারণেও নজর কেড়ে থাকতে পারে বলে উল্লেখ করেন কয়েকজন।

কারণ ঠিক ওই সময়ই ফ্লোরিডা থেকে একটি কৃত্রিম উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দিয়েছিল একটি রকেট। সেটি দেখে মানুষ ভুল করেছেন কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। তবে রহস্যটা থেকেই যায়।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *