স্বামীকে টিফিন করে দেওয়ার জন্য প্রতিদিন টাকা নেন এই স্ত্রী
স্ত্রীরা অধিকাংশ ক্ষেত্রেই স্বামীর জন্য রান্না করে টিফিন সঙ্গে দিয়ে দেন। এই মহিলাও তাই করেন। ফারাক কেবল একটাই। তিনি এজন্য প্রতিদিন টাকাও নেন স্বামীর কাছ থেকে।

স্বামী অফিস বা কর্মস্থলে গেলে তাঁর যাতে খাওয়ার অসুবিধা না হয় সেজন্য বাড়ি থেকেই টিফিন বাক্স ভরে খাবার পাঠান স্ত্রীরা। এটা বহুদিন ধরেই চলে আসা একটি অভ্যাস। এই মহিলাও সেটাই করেন। ফারাক কেবল একটাই। তিনি স্বামীকে প্রতিদিন বাড়িতে তৈরি রান্না টিফিন বাক্সে ভরে দেন আর তার জন্য নির্দিষ্ট অর্থ চার্জ করেন।
ওই মহিলা সেকথা নিজেই জানিয়েছেন। তিনি জানিয়েছেন প্রতিদিন স্বামীর অফিসের জন্য রান্না করে দুপুরের খাবারটা তিনি টিফিন বাক্সে ভরে দেন। কিন্তু সেটা বিনা পয়সায় নয়। তিনি ১৩.৫২ ডলার করে প্রতিদিন চার্জ করেন।
টিফিন করে দেন বলে স্বামীকে সেই অর্থ প্রতিদিন স্ত্রীকে দিতে হয়। প্রসঙ্গত এর অর্থ হল ভারতীয় মুদ্রায় ১ হাজার ১৫০ টাকার বেশি প্রতিদিন শুধু দুপুরে বাড়ির খাবার খেতে পান বলে স্ত্রীকে দিতে হয় তাঁর স্বামীকে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ওই মহিলা জানিয়েছেন, তাঁর স্বামী যদি বাড়ি থেকে টিফিন না নিয়ে যেতেন, তাহলে তাঁকে বাইরে থেকে কিনে খেতে হত। সেক্ষেত্রে তাঁর ওইরকমই খরচ হত। আবার বাড়ির রান্নাও পেতেন না। টিফিন না দিলে যে টাকা তিনি দোকানদারকে দিয়ে আসতেন, সেই টাকা তিনি তাঁর স্ত্রীকে প্রতিদিন দেবেন না কেন!
স্বামীকে টিফিন করে দেওয়ার জন্য স্ত্রীর এই টাকা নেওয়ার বিষয়টি নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। অনেকে যেমন পক্ষে বলেছেন। অনেকে আবার বিপক্ষে।
তবে এ প্রশ্ন উঠছে যে যেসব স্ত্রী বাড়ির সব সামলে সংসারকে সুন্দর করে সাজিয়ে রাখেন তাঁরাই বা তাঁদের সারাদিনের সেই কাজের জন্য কেন একটা অর্থ হাতে পাবেন না?
ভারতে এখন এটা ভাবা না গেলেও আগামী দিনে এমনটা দেখা গেলে বোধহয় অবাক হওয়ার কিছু নেই। কারণ মার্কিন ওই মহিলা রাস্তাটা খুলে দিলেন।