কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে উল্কাপাত, প্রতীকী ছবি
রাতের দিকে আকাশের দিকে চেয়ে থাকেন অনেকে। আবার অনেকের এমনিই চোখ চলে যায় কখনও কখনও। এভাবেই বিষয়টি নজর কেড়েছিল। এবার যাঁরা দেখতে পেয়েছেন তাঁরা অবাক হয়ে যেমন দেখেছেন, তেমনই আশপাশের মানুষজনকেও দেখিয়েছেন।
এভাবে অনেক শহর গ্রামের মানুষ অন্ধকার আকাশে এক আজব দৃশ্য দেখলেন। দেখলেন পরপর গোল বলের মত আগুনের গোলা গতিতে নেমে আসছে নিচের দিকে।
রাতের আকাশের বুক চিরে উড়ে আসা সেই অগ্নিগোলকগুলি দেখে অনেকেই ভয় পেয়ে যান। সেগুলি আছড়ে পড়লে কি হবে সেটাই চিন্তার কারণ হয়।
আগুনের গোলকগুলি আদপে কি তা নিয়েও চর্চা শুরু হয়। অনেকে মনে করেন এ হয়তো ভিনগ্রহীদের কাজ। আবার কেউ কেউ মনে করেন উল্কাপাত। যদিও বিশেষজ্ঞেরা জানাচ্ছেন এর কোনওটাই নয়।
কারণ উল্কাপাতের খবর আগে থেকেই জানা যায়। আমেরিকার মিশিগান, মিনেসোটা, আইওয়া, ইলিনয় বা ইন্ডিয়ানা থেকে সেখানকার বাসিন্দারা যে আগুনের এই গোলকগুলি দেখেছেন সেগুলি তাহলে কি?
মনে করা হচ্ছে ওগুলো কোনও মহাজাগতিক বস্তু নয়, বরং কৃত্রিম উপগ্রহের অংশ। যা মহাকাশ থেকে ফের পৃথিবীর দিকে ফেরার সময় বায়ুমণ্ডলে প্রবেশের সময় টুকরো হয়ে আগুন ধরে যায়।
সেই জ্বলতে থাকা টুকরোগুলোই রাতের আকাশে অগ্নিগোলক হিসাবে নজর কেড়েছে। ওই আগুনের গোলাগুলি আকাশ থেকে নিচের দিকে ছুটে এলেও একটাও মাটি স্পর্শ করেনি। আকাশেই তা সম্পূর্ণভাবে পুড়ে যায়।