World

২ ঘণ্টা ধরে বন্ধ টয়লেট, বিমানে এ কি করলেন মহিলা যাত্রী

বিমান আকাশে ওড়ার পর ২ ঘণ্টা ধরে বিমানের টয়লেটের দরজা বন্ধ ছিল। তাতে এক মহিলা যাত্রী এমন কাণ্ড করলেন যার ছবি তুললেন বিমানকর্মী।

Published by
News Desk

বিমানটি আকাশে ওড়ার পর এক মহিলা যাত্রী টয়লেটের দিকে এগিয়ে যান। কিন্তু তখন টয়লেটের দরজা বন্ধ ছিল। তাঁর অভিযোগ এরপর তিনি বারবার টয়লেটে যেতে চেয়েছেন, কিন্তু দরজা বন্ধ থাকায় যেতে পারেননি।

মহিলার অভিযোগ বিমানকর্মীরা দরজা বন্ধ করে রেখেছিলেন। ২ ঘণ্টা অপেক্ষা করার পর আর প্রস্রাব চেপে রাখতে তিনি অসমর্থ বলে জানিয়ে ওই মহিলা বিমানেরই একটি কোণায় প্রস্রাব করেন। সেই জায়গা প্রস্রাবে পূর্ণ হয়ে যায়।

মহিলার এই কাণ্ড ক্যামেরাবন্দি করেন এক বিমানকর্মী। যদিও তখন মহিলা সাফ জানিয়ে দেন, তিনি ওই ছবি তুলতে পারেন। যা ইচ্ছা করতে পারেন ওই ছবি নিয়ে।

কিন্তু তাঁর পক্ষে আর প্রস্রাব ধরে রাখা সম্ভব নয়। বিমানের টয়লেটের দরজা ইচ্ছা করে বন্ধ করে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

মহিলা এও জানান যে ছবি তুলে ওই বিমানকর্মী চাইলে তাঁকে পুলিশেও দিতে পারেন। কিন্তু তাতে তাঁর কিছু এসে যায়না। কারণ এভাবে প্রস্রাব চেপে রাখার চেয়ে জেলে যাওয়া ঢের ভাল।

ঘটনাটি ঘটেছে মার্কিন স্পিরিট এয়ারলাইন্স-এ। ওই মহিলার কাণ্ড দেখে কার্যত ক্ষুব্ধ অধিকাংশ নেটিজেনরা। তাঁরা মনে করছেন এটা সঠিক কাজ করেননি ওই মহিলা। তাঁর আরও কিছুটা সময় অপেক্ষা করে টয়লেটে যাওয়া উচিত ছিল বলে জানান অনেকে।

Share
Published by
News Desk