ডেল্টা এয়ারলাইন্সের ২ পাইলট, ছবি – সৌজন্যে – ডেল্টা এয়ারলাইন্স
মানুষই পারে অসম্ভবকে সম্ভব করে দেখাতে। শুধু ইচ্ছাশক্তি আর উদ্যমটা দরকার। সেটাই এবার করে দেখালেন ২ জন। আদপে তাঁরা নিজেরাই নিজেদের হারিয়ে দিলেন।
কারণ শুরুর সময় তাঁরা চ্যালেঞ্জ করেছিলেন যে ৪৮ ঘণ্টায় ৪৮টি রাজ্যে পা রাখবেন। কিন্তু সেই ৪৮টি রাজ্যেই তাঁরা পা রাখলেন বটে, তবে ৪৮ ঘণ্টা নয়, মাত্র ৪৪ ঘণ্টা ৭ মিনিটে। নিজেরাই নিজেদের সাফল্যে কিছুটা অবাক হয়েছেন তাঁরা।
মার্কিন মুলুকের ২ পাইলট স্থির করেন তাঁরা একটি ৬ আসনের বিমান নিয়ে আকাশে উড়ে যাবেন। আর আমেরিকার ৪৮টি রাজ্যেই পা রাখবেন। তাও আবার মাত্র ৪৮ ঘণ্টায়। যা তাঁরা আদৌ পারবেন বলে অনেকেই বিশ্বাস করেননি।
এই ২ পাইলট সঙ্গে রেখেছিলেন তাঁদের পরিচিত মার্কিন নৌবাহিনীতে কাজ করা বিমান মেরামতিতে দক্ষ এক ব্যক্তিকে। যাতে পথে ওই বিমানে কোনও সমস্যা হলে তা সারিয়ে ফেলা যায়।
তারপর তাঁরা বেরিয়ে পড়েন মিশিগান থেকে। এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিটি রাজ্যের একটি করে বিমানবন্দরে একবার করে বিমান নামাতে নামাতে তাঁরা তাঁদের লক্ষ্য পূরণের দিকে এগিয়ে গেলেন।
অবশেষে তাঁরা যখন ৪৮ তম রাজ্য হিসাবে মেইন-এ পা রাখেন তাঁরা। যখন তাঁরা মেইনের বিমানবন্দরে অবতরণ করেন তখন তাঁদের মিশিগান থেকে সময় লেগেছে ৪৪ ঘণ্টা ৭ মিনিট। এটাই এখন নতুন রেকর্ড।