World

সীমানা টপকে ঢোকার চেষ্টা, রুখতে কাঁদানে গ্যাস, মরিচ গুঁড়ো

Published by
News Desk

মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাঝের সীমান্ত প্রাচীর টপকে প্রতিদিনই প্রায় মেক্সিকো থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছেন শরণার্থীরা। তাঁদের রুখতে তৎপর মার্কিন প্রশাসনও। এই অবস্থায় ক্যালিফোর্নিয়ার সীমান্তে হুলুস্থুলু বাঁধল আমেরিকার সীমান্তরক্ষী বাহিনী ও শরণার্থীদের মধ্যে। প্রায় ১৫০ জন শরণার্থী পাঁচিল টপকে আমেরিকায় প্রবেশের চেষ্টা করতেই শুরু হয় অশান্তি। ততক্ষণে কয়েকজন কিশোর কিশোরী নাকি বেড়া টপকেও ফেলেছিল। মার্কিন সীমান্তরক্ষী বাহিনী শরণার্থীদের রুখতে কাঁদানে গ্যাস ছুঁড়তে শুরু করে। তাঁদের লক্ষ্য করে মরিচ গুঁড়ো স্প্রে করা হয়।

পাল্টা আমেরিকায় ঢুকতে বদ্ধপরিকর শরণার্থীরা বড় বড় পাথর ছুঁড়তে শুরু করে। কয়েকটি এনজিও-র দাবি এই সময়ে মার্কিন সীমান্তরক্ষী বাহিনী শরণার্থীদের লক্ষ্য করে রবার বুলেটও ছোঁড়ে। তবে মার্কিন সীমান্তরক্ষীদের প্রতিরোধের মুখে এদিন সীমান্ত পার করতে পারেননি শরণার্থীরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk