Health

শিশুদের মধ্যে খুব তাড়াতাড়ি বাড়ছে সংক্রমণ

শিশুদের মধ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। ইতিমধ্যেই সাড়ে ৮ লক্ষ পার করছে সংক্রমিত শিশুর সংখ্যা। শিশুদের মধ্যে সংক্রমণ বৃদ্ধি চিন্তার ভাঁজ পুরু করছে।

ওয়াশিংটন : শিশুদের মধ্যে প্রবলভাবে বেড়ে যাচ্ছে সংক্রমণ। আমেরিকায় যা এক নতুন চিন্তার কারণ হয়ে সামনে এসেছে। করোনা যখন প্রথম দাপট দেখানো শুরু করে, তখন কিন্তু এমনও শোনা যাচ্ছিল যে করোনা শিশুদের সেভাবে কাবুর করতে পারে না। কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। আমেরিকায় দেখা যাচ্ছে লাফিয়ে লাফিয়ে শিশুদের মধ্যে সংক্রমণ বেড়ে যাচ্ছে।

এখনও পর্যন্ত আমেরিকায় সাড়ে ৮ লক্ষ পার করেছে আক্রান্ত শিশুর সংখ্যা। মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৮ লক্ষ ৫৩ হাজার ৬৩৫। এভাবে শিশুরা আক্রান্ত হতে থাকায় নতুন করে চিন্তার ভাঁজ পুরু হয়েছে প্রশাসনের।

গত অক্টোবরের ২ তারিখ থেকে ২৯ তারিখের মধ্যেই ৬১ হাজার ৪৪৭টি শিশু সংক্রমণের শিকার হয়েছে। শুধুমাত্র অক্টোবর মাসে আমেরিকায় ২ লক্ষের ওপর শিশু আক্রান্ত হয়েছে।

আমেরিকায় এখন যত মানুষ সংক্রমণের শিকার হয়েছেন তার ১১.১ শতাংশ শিশু। মাঝে আমেরিকায় স্কুল খোলার চেষ্টা শিশুদের মধ্যে আচমকা বাড়িয়ে দিয়েছিল সংক্রমণ।

মাত্র ২-৩ দিনের মধ্যে স্কুলে গিয়ে সংক্রমিত হচ্ছিল অনেক শিশু। ফলে ফের স্কুল বন্ধ হয়। তারপরেও অবশ্য সংক্রমণ বন্ধ হওয়ার নাম নিচ্ছে না। শিশুরা আক্রান্ত হয়েই চলেছে।

একটাই ভাল দিক যে শিশুদের মধ্যে মৃত্যুর হার খুবই কম। দেশে মোট সংক্রমণের ০ থেকে ০.২ শতাংশ শিশু সংক্রমণের শিকার হয়ে মারা যাচ্ছে।

এখন প্রশ্ন উঠছে করোনা হলে শিশুদের কী ধরনের সমস্যা হচ্ছে? তাদের মধ্যে দীর্ঘকালীন কোনও সমস্যা হচ্ছে কিনা? বিশেষজ্ঞরা অবশ্য মনে করছেন করোনার দীর্ঘকালীন প্রভাব শিশুদের ওপর কতটা বা কীভাবে পড়ছে তা জানার জন্য তাঁদের আরও তথ্যের প্রয়োজন রয়েছে। তবে করোনা শিশুদের ওপর শারীরিক তো বটেই এমনকি মানসিক প্রভাব ফেলবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আমেরিকা হল বিশ্বের সবচেয়ে বেশি করোনা প্রভাবিত দেশ। যেখানে এখনও পর্যন্ত ৯৬ লক্ষ ৯৩ হাজার মানুষ সংক্রমণের শিকার হয়েছেন। ২ লক্ষ ৩৯ হাজারের মত মানুষ প্রাণ হারিয়েছেন এই মারণ ব্যাধিতে। করোনার দ্বিতীয় ঢেউয়ের দাপটে নতুন করে আমেরিকায় ফের হুহু করে বাড়ছে সংক্রমণ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

২৭ বছর ধরে হেঁটে চলেছেন তিনি, হেঁটে পৃথিবী ভ্রমণ করতে গিয়ে সমুদ্রও হেঁটেই পেরিয়েছেন

২৭ বছরে কোনও যানবাহনে ওঠেননি তিনি। এমনকি কোনও নৌকা বা গরুর গাড়িতেও নয়। স্রেফ পায়ে…

November 26, 2025

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

বৃষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

মিথুন রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

কর্কট রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

সিংহ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025