করোনা ভাইরাস, প্রতীকী ছবি
ওয়াশিংটন : ট্রাম্পের দেশে করোনা সংক্রমণে লাগাম তো দূরের কথা, বরং তা আরও ছড়িয়ে পড়ছে। ইউরোপের দেশগুলি নিজেদের সামলে নিয়ে আস্তে আস্তে সব খুলতে শুরু করেছে। কিন্তু আমেরিকা করোনার গ্রাসে আরও যেন ডুবে যাচ্ছে। গত একদিনে ডোনাল্ড ট্রাম্পের দেশে ৬৩ হাজার ৬৪৩ জন মানুষ করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন। যার হাত ধরে আমেরিকায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩১ লক্ষ ৮২ হাজার ৩৮৫ জন।
গত একদিনে মার্কিন মুলুকে মৃত্যু হয়েছে ৭৭৪ জনের। ফলে সে দেশে মোট করোনায় মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ১ লক্ষ ৩৪ হাজার ৭৩ জনে। আমেরিকার ২৯টি রাজ্যে হুহু করে বাড়ছে সংক্রমণ। যার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা টেক্সাস ও ফ্লোরিডার। শুধু ফ্লোরিডাতেই গত একদিনে সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৪৩৩ জন। ফ্লোরিডার ২৮ শতাংশ বাসিন্দাই এখন করোনা আক্রান্ত বলে জানানো হয়েছে।
আমেরিকা বিশ্বে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। তারপরেই রয়েছে ব্রাজিল। আর ব্রাজিলের পরেই সংক্রমণের নিরিখে ৩ নম্বরে রয়েছে ভারত। যেখানে ক্রমশ সংক্রমণ দৈনিক আগের দিনের রেকর্ড ভাঙছে। অন্যদিকে বিশ্বে এখন মোট করোনা আক্রান্ত ১ কোটি ২৬ লক্ষ ৬০ হাজারের ওপর মানুষ। মৃত্যু হয়েছে প্রায় ৫ লক্ষ ৬৪ হাজারের কাছে মানুষের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা