উত্তর কোরিয়ার পর এবার আমেরিকাকে হুঁশিয়ার করল চিন। দক্ষিণ চিন সাগরে মার্কিন নৌবহরকে সাবধান হওয়ার পরামর্শ দিয়েছে তারা। সম্প্রতি ফিলিপিন্সের সঙ্গে একটি সামরিক চুক্তি সাক্ষর করেছে ওয়াশিংটন। এদিন সে ব্যপারেও ওবামা প্রশাসনকে হুঁশিয়ার করেছে বেজিং। তাদের সঙ্গে চুক্তিতে ফিলিপিন্স মার্কিন সেনাকে তাদের পাঁচটি নৌঘাঁটিতে ঢোকার ছাড়পত্র দিয়েছে। যার কয়েকটি দক্ষিণ চিন সাগরে। এদিকে চিন দক্ষিণ চিন সাগরে নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টা করছে বলে অভিযোগ করে সেখানে মার্কিন নৌসেনা রণতরী দাঁড় করিয়ে দেয়। এ নিয়ে চিনের সঙ্গে আমেরিকার সম্পর্কের পারদ তলানি ছোঁয়। সেই অবস্থাই এদিন নতুন করে জটিলতার চেহারা নিল।