World

সাইবার হানার আশঙ্কায় চিনা ড্রোনে ‘না’ করল মার্কিন সেনা

Published by
News Desk

চিনের তৈরি ডিজেআই ড্রোন ব্যবহার অবিলম্বে বন্ধ করতে তাদের সদস্যদের নির্দেশ দিল মার্কিন সেনা। যত তাড়াতাড়ি সম্ভব ডিজেআই ড্রোনগুলি থেকে ব্যাটারি ও স্টোরেজ মিডিয়া খুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চিনের তরফে সাইবার হানার আশঙ্কাতেই এই পদক্ষেপ বলে খবর।

এদিকে মার্কিন সেনার এই সিদ্ধান্তে অবাক এবং হতাশ ডিজেআই তৈরি করা চিনা সংস্থা। তাদের অভিযোগ এই সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের সঙ্গে একবার কথা পর্যন্ত বলেনি মার্কিন সেনা। যদিও তারা কথা বলতে চায়। পেন্টাগনের সঙ্গে কাজ করার সবরকম ইচ্ছে তাদের আছে বলেও তাদের অবস্থান স্পষ্ট করেছে চিনের এই বেসরকারি সংস্থা।

Share
Published by
News Desk