World

মার্কিন হানায় নিহত আল কায়দা নেতা

Published by
News Desk

উত্তর-পূর্ব আফগানিস্তানে সমান্তরাল শাসকের আসনে বসে যাওয়া আল কায়দা নেতা ফারুক আল কাতানিকে হত্যা করেছে মার্কিন সেনা। এমনই দাবি করল মার্কিন সেনাবাহিনী। গত ২৩ অক্টোবর কুনার এলাকায় সন্ত্রাসবাদী সংগঠন আল কায়দার ঘাঁটি লক্ষ করে হামলা চালানোর সময় মার্কিন বোমা বর্ষণে ফারুকের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে তারা।

আল কায়দার জন্য এটা একটা বড় ধাক্কা বলেই ব্যাখ্যা করেছে পেন্টাগন। তাদের আরও দাবি, ফারুক ছাড়াও আল কায়দার অন্যতম নেতা বিলাল আল উতাবি যে ঘাঁটিতে লুকিয়ে ছিল সেখানেও হামলা চালিয়েছে মার্কিন যুদ্ধবিমান। কিন্তু সেই হামলার ফলাফল সম্বন্ধে এখনও মার্কিন সেনা নিশ্চিত হতে পারেনি।

Share
Published by
News Desk