World

নরেন্দ্র মোদী ও ইমরান খানকে চিঠি পাঠালেন ৫৯ জন নোবেল প্রাপক

Published by
News Desk

শিশুরা কখনও যুদ্ধ বাধায় না। কিন্তু যুদ্ধ হলে তারাই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়। তাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে আর্জি তাঁরা যেন অবিলম্বে ২ দেশের মধ্যে বাড়তে থাকা টেনশন প্রশমিত করে এই অঞ্চলে শাস্তি প্রতিষ্ঠা করেন। সভ্য বিশ্বে হিংসা, চরমপন্থা বা সন্ত্রাসবাদের কোনও জায়গা নেই। তাই পুরো দস্তুর যুদ্ধ যাতে না লেগে যায় তার জন্য এখনই শান্তি প্রতিষ্ঠার চেষ্টা হওয়া জরুরি। রাষ্ট্রসংঘে ভারত ও পাকিস্তানের স্থায়ী সদস্যদের হাতে এই মর্মে ৫৯ জন নোবেল প্রাপকের সই করা চিঠি তুলে দেওয়া হল।

ভারত ও পাকিস্তান ২ দেশের রাষ্ট্রপ্রধানের কাছেই যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে না দিয়ে শান্তি প্রতিষ্ঠার আবেদন জানিয়েছেন নোবেল প্রাপকরা। যাঁদের মধ্যে ভারতের নোবেল শান্তি পুরস্কার প্রাপক কৈলাস সত্যার্থীও রয়েছেন।

পুলওয়ামা হামলার পর ভারত পাল্টা পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে। সীমান্তে লাগাতার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে গুলি চালাচ্ছে পাকিস্তান। পাল্টা জবাব দিচ্ছে ভারত। এই অবস্থায় ক্রমশ পারদ চড়ছে। তাই যাতে যুদ্ধ শুরু না হয়ে যায় তার আর্জি নিয়েই ২ রাষ্ট্রপ্রধানকে চিঠি পাঠালেন ৫৯ জন নোবেল প্রাপক।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk
Tags: Bengali News

Recent Posts